×

খেলা

রোডসের ব্যাখ্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০১৯, ০৩:১০ পিএম

রোডসের ব্যাখ্যা
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াডে পেসার আছেন চারজন। তারা হলেন- মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ ও ইবাদত হোসেন। এই চার পেসারের মধ্যে অভিজ্ঞতার বিচারে সবচেয়ে এগিয়ে আছেন মোস্তাফিজ। কিন্তু তাকে বিশ্রামে রেখেই প্রথম ম্যাচে খেলতে নেমেছে টাইগাররা। অপরদিকে প্রথম ম্যাচের একাদশে সুযোগ পাওয়া তিন পেসার খালেদ, আবু জায়েদ ও ইবাদত গতকাল সারাদিনে ৬৬ ওভার বোলিং করেও কোনো উইকেট পাননি। গতকাল সংবাদ সম্মেলনে এসে এসব বিষয়ে নানান প্রশ্নের সম্মুখীন হতে হয় টাইগার কোচ স্টিভ রোডসকে। সংবাদ সম্মেলনে বেশ বুদ্ধিমত্তার সঙ্গে সব প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি মোস্তাফিজকে বাইরে রাখার বিষয়টি ব্যাখ্যাও করেছেন তামিমদের কোচ। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয়েছে ইবাদত হোসেনের। এ ম্যাচের আগে আবু জায়েদ খেলেছেন ৩টি টেস্ট। আর মাত্র ১টি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়েই হ্যামিল্টন টেস্টে খেলতে নামেন খালেদ আহমেদ। অন্যদিকে মোস্তাফিজ এখন পর্যন্ত ১২টি টেস্ট ম্যাচ খেলেছেন। অর্থাৎ অভিজ্ঞতায় সবার চেয়ে অনেক এগিয়ে আছেন মোস্তাফিজ। তবুও তাকে বাইরে রেখে অনভিজ্ঞ বোলারদের নিয়ে নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে পেস অ্যাটাক সাজানো হলো কেন- এমন প্রশ্নের জবাবে কয়েক দিন আগে টাইগারদের বোলিং কোচ কোর্টনি ওয়ালসের বলা কথারই পুনরাবৃত্তি করেন স্টিভ রোডস। তার মতে, মোস্তাফিজের পক্ষে টানা ৩ টেস্টে খেলা অনেক কঠিন। তাই ওয়ানডে সিরিজের পর তাকে বিশ্রামে রাখা হয়েছে। তবে দ্বিতীয় টেস্টেই মোস্তাফিজ একাদশে ফিরবেন বলে জানিয়েছেন রোডস। প্রথম টেস্ট খেলিয়ে দ্বিতীয় টেস্টে বিশ্রামে রেখেই তৃতীয় টেস্টে আবারো একাদশে রাখা যেত মোস্তাফিজকে। সেটা কেন করা হলো না সে প্রশ্নের জবাবে রোডস বলেন, দ্বিতীয় টেস্ট ওয়েলিংটনে। সেখানে প্রচুর বাতাস আছে। তাই আমরা তাকে সেখানে খেলানোর সিদ্ধান্ত নিয়েছি। কারণ সে বাতাসে ভালো বোলিং করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App