×

খেলা

প্রথম ওয়ানডে আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০১৯, ০৩:১৯ পিএম

প্রথম ওয়ানডে আজ
স্বাগতিক ভারত ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার ৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আজ। ম্যাচটির ভেন্যু হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও স্টার স্পোর্টস। এর আগে ভারত-অস্ট্রেলিয়া ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। যেখানে বিরাট কোহলির দলকে হোয়াইটওয়াশ করেছে অজিরা। টি-টোয়েন্টির মতো ওয়ানডে সিরিজেও অস্ট্রেলিয়ার নেতৃত্বে আছেন অ্যারন ফিঞ্চ। অন্যদিকে যথারীতি এই সিরিজেও ভারতের অধিনায়কের দায়িত্ব পালন করবেন বিরাট কোহলি। গতকাল সংবাদ সম্মেলনে দুদলের অধিনায়কই বলেছেন সিরিজ জয়ের লক্ষ্যের কথা। গত নভেম্বর-ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারত। ওই সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতে নতুন ইতিহাস গড়ে কোহলির নেতৃত্বাধীন দলটি। প্রতিশোধ নেয়ার লক্ষ্য নিয়েই এবারের ভারত সফরে এসেছে অজিরা। টি- টোয়েন্টি সিরিজ জিতে ইতোমধ্যে সে মিশনের শুরুটা ভালোভাবেই করেছে ফিঞ্চের দল। অজিদের লক্ষ্য এবার ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে ওয়ানডে সিরিজ জেতা। গতকাল সংবাদ সম্মেলনে অজি দলপতি ফিঞ্চের মুখে প্রকাশ পেয়েছে এমনই বক্তব্য। তিনি জানান, গত বছরের শেষদিকে ভারতের বিপক্ষে আমরা নিজেদের মাটিতে ওয়ানডে ও টেস্ট সিরিজে হেরেছি। এবার ভারতকে তাদেরই মাটিতে হারাতে চাই আমরা। টি-টোয়েন্টি সিরিজ জেতায় আমার দলের খেলোয়াড়রা এখন বেশ আত্মবিশ্বাসী। আশা করি, ওয়ানডে সিরিজ জিতেই আমরা দেশে ফিরব। অন্যদিকে ভারতের অধিনায়ক কোহলি জানান, ভালো খেলেও আমরা টি-টোয়েন্টিতে হেরেছি। ওয়ানডে ও টি-টোয়েন্টির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ওয়ানডতে আমরা যথেষ্ট ভালো দল। সিরিজ জয়ের লক্ষ্যেই খেলব আমরা। কোহলির কথা মোটেই অযৌক্তিক নয়। এখন আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে আছে ভারত। অন্যদিকে অজিদের অবস্থান এখন র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বরে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App