×

আন্তর্জাতিক

আফগানিস্তানে সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০১৯, ১২:০৬ পিএম

আফগানিস্তানে সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৩
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের এক সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় সবমিলিয়ে ৪৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ২৩ জনই নিরাপত্তা বাহিনীর সদস্য, বাকিরা হামলাকারী। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ সেনা। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, হেলমেন্দের ওই সেনা ঘাঁটিটি দখলে নেয়ার জন্য গত ৪৮ ঘণ্টার মধ্যে এ নিয়ে মোট তিনবার হামলা চালিয়েছে তালেবান যোদ্ধারা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গফুর আহমেদ জাওয়াদ জানিয়েছেন, শুক্রবার মার্কিন-আফগান যৌথ সেনাক্যাম্প শোরাবে এ হামলার ঘটনা ঘটে। এতে নিরাপত্তা বাহিনীর ২৩ সদস্য নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছে। এছাড়া ২০ হামলাকারীও প্রাণ হারিয়েছে। হেলমান্দ সরকারের মুখপাত্র ওমর জোয়াক-ও এ হামলার সত্যতা স্বীকার করেছেন। এটিই আফগানিস্তানের সবচেয়ে বড় সেনাঘাঁটি এবং এখানেই অবস্থান করছে মার্কিন সেনারা। আফগানিস্তানে দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের উদ্যোগে তালেবানদের সঙ্গে চলমান আলোচনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটলো। হামলার দায় স্বীকার করে দেয়া এক বিবৃতিতে তালেবান দাবি করে, ‘ওই হামলায় শত্রুবাহিনীর প্রচুর সেনা মারা গেছে বা আহত হয়েছে। দু পক্ষের মধ্যে সংঘাত এখনও চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App