×

আন্তর্জাতিক

বিকেলে পাঞ্জাবের ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরছেন অভিনন্দন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০১৯, ০৩:১৪ পিএম

বিকেলে পাঞ্জাবের ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরছেন অভিনন্দন
ভারতীয় এয়ারফোর্সের উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দিচ্ছে পাকিস্তান। আজ বিকেলে পাঞ্জাবের ওয়াঘা সীমান্ত দিয়েই দেশে ফিরবেন অভিনন্দন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানায়, তিনটে থেকে চারটের মধ্যেই মুক্তি পেয়ে যাবেন অভিনন্দন। ছেলেকে আনতে ওয়াঘাহ সীমান্তে রওনা হয়েছেন উইং কমান্ডার অভিনন্দনের বাবা ভারতীয় বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এয়ার মার্শাল এস বর্তমান এবং মা চিকিৎসক শোভা বর্তমান। এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন (অব.) অমরিন্দর সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে তার টুইটারে লিখেন, আমি পাঞ্জাব সীমান্তের দিকে যাচ্ছি। এখন আছি অমৃতসরে। পাকিস্তান অভিনন্দন বর্তমানকে ওয়াঘা সীমান্ত দিয়ে মুক্তি দেবে। তাকে গ্রহণ করা হবে আমার জন্যে সম্মানের। গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামা জেলায় ভারতের বিশেষায়িত নিরাপত্তা বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়িবহরে হামলা চালানো হয়। এরপর জঙ্গিদের মদদ দেয়ার জন্য ইসলামাবাদকে অভিযুক্ত করে এর মোক্ষম জবাব দিতে গত ২৬ ফেব্রুয়ারি ভোররাতে পাকিস্তানের বালাকোট শহরে জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের প্রশিক্ষণ ক্যাম্পে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। হামলায় প্রায় ৩০০ জঙ্গি নিহত হয় বলে দাবি করে ভারত। এর একদিন পরই অর্থাৎ বুধবার (২৭ ফেব্রুয়ারি) ভারতের দু’টি যুদ্ধবিমান বিধ্বস্ত ও পাইলট উইং কমান্ডার অভিনন্দনকে আটক করার দাবি করে পাকিস্তান। অভিনন্দন বন্দি হওয়ার পরই তাঁর মুক্তির দাবি করে দিল্লি। পাশাপাশি তাঁর রক্তাক্ত মুখের ছবি যেভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে তারও প্রতিবাদ করে ভারত। এরপর ভারত তাদের পাইলটকে ফেরত চেয়ে দিল্লিতে নিযুক্ত দেশটির হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছে। এর মাঝেই পাকিস্তানের সংসদে বৃহস্পতিবার বিকেলে অভিনন্দনের মুক্তির কথা ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তবে ভারতীয় মিডিয়া দাবি করছে, বৈশ্বিক চাপে এবং জেনেভা কনভেনশনের কারণেই পাইলটকে মুক্তি দিতে বাধ্য হচ্ছে পাকিস্তান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App