×

আন্তর্জাতিক

পেরুতে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০১৯, ০৬:৩৭ পিএম

পেরুতে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

পেরুর অবস্থান

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ আমেরিকার দেশ পেরু। এর তীব্রতা অনুভূত হয়েছে পার্শ্ববর্তী ব্রাজিল, বলিভিয়া, চিলিতেও।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ১। যার উৎপত্তিস্থল ছিলো জুলিয়াকা থেকে ৬৭ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিলো ২৫৮ কিলোমিটার।

প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এছাড়া প্রাথমিক তথ্যে কোনো ধরনের সুনামি সর্তকর্তা নেই বলেও জানিয়েছে ভূমধ্যসাগরীয় সুনামি সর্তকতা কেন্দ্র।

স্থানীয় সময় শুক্রবার (০১ মার্চ) সকাল ৮টা ৫০ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল পেরু ও বলিভিয়ার মধ্যবর্তী স্থানে, লেক টিটিকাকার কাছে। লেকটি গভীরতা ও বিশালতায় দক্ষিণ আমেরিকার সবচেয়ে বৃহৎ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App