×

জাতীয়

মৌলভীবাজারে পিতা হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৪ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ায় পিতাকে হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে বিচারিক আদালত। এর পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ডও দেয়া হয়। গতকাল বুধবার বিকেলে মৌলভীবাজার দায়রা জজ শেখ আবু তাহের এ রায় দেন বলে জানান, মৌলভীবাজার জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান। তিনি জানান, ২০১৩ সালে ৩১ জুলাই কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পাঁচ পীর ঝালাই চা বাগানে পারিবারিক কলহের জের ধরে পুত্র মঙ্গল খাড়িয়া তার পিতা বুধুয়া খাড়িয়াকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় মৃত বুধুয়া খাড়িয়ার ভাই মঙ্গা খাড়িয়া কুলাউড়া থানায় মামলা দায়ের করলে মঙ্গল খাড়িয়াকে পুলিশ আটক করে আদালতে সোপর্দ করে। মঙ্গল আদালতে ১৬৪ ধারায় হত্যার অভিযোগ স্বীকার করে। এ মামলায় দীর্ঘ বিচারিক কার্য সম্পন্ন হয়ার পর আজ বুধবার আদালত এ রায় দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App