×

আন্তর্জাতিক

ভারতীয় পাইলটের মুক্তি দেয়ার দাবি ফাতিমা ভুট্টোর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০০ পিএম

ভারতীয় পাইলটের মুক্তি দেয়ার দাবি ফাতিমা ভুট্টোর

ফাতিমা ভুট্টো : ফাইল ছবি

নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে হামলা চালানোর সময় পাকিস্তানের হাতে আটক ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার পাইলট অভিনন্দনের মুক্তির দাবি করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর নাতনী ও লেখক ফাতিমা ভুট্টো। বুধবার নিজেদের আকাশসীমায় ঢোকার কারণে পাকিস্তান ভারতের দুটি বিমান ভূপাতিত করার পর একজনকে পাইলটকে আটক করে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে লেখা একটি কলামে ফাতিমা ভুট্টো ভারতীয় অভিনন্দনের মুক্তির দাবি করেন। ফাতিমা ভুট্টো বলেন, ‘শান্তি, মানবাধিকার ও দেশের মর্যাদা রক্ষায় আমি ও আমার মতো অনেক পাকিস্তানি ইমরান খানের সরকারের কাছে ভারতীয় পাইলটের মুক্তি দাবি করছি।’ নিউ ইয়র্ক টাইমসে ফাতিমা ভুট্টো লিখেছেন, ‘আমরা যুদ্ধের মধ্যেই সমগ্র জীবন কাটিয়েছি। পাকিস্তান কিংবা ভারতের আরও সৈন্য নিহত হোক; তা আর চাই না আমরা। মানুষের অধিকারের কথা বলার জন্য আমার প্রজন্ম যুদ্ধ করছে। শান্তির জন্য কথা বলতে আমরা ভয় পাই না।’ তাছাড়া আটক পাইলটকে শিগগিরই ফেরত দিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। বুধবার রাতে নয়াদিল্লি থেকে দেয়া বিবৃতিতে ওই বিমান সেনাকে নিরাপদে ভারতে ফেরত পাঠানোর কথা বলা হয়। তবে পাকিস্তানের পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো কিছু জানানো হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App