×

আন্তর্জাতিক

আটক ভারতীয় পাইলটকে ফেরত দিতে রাজি পাকিস্তান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:২৮ পিএম

আটক ভারতীয় পাইলটকে ফেরত দিতে রাজি পাকিস্তান

ভারতীয় পাইলটকে ‘ফেরত দিতে রাজি পাকিস্তান’

দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তান তাদের হাতে আটক ভারতীয় পাইলটকে ফেরত দেওয়ার আগ্রহ দেখিয়েছে।

“আমরা ভারতীয় পাইলটকে ফেরত দিতে প্রস্তুত, যদি তা উত্তেজনা প্রশমনের দিকে নিয়ে যায়,” পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কোরেশীর বরাত দিয়ে মন্ত্রণালয়ের এক মুখপাত্র এমনটাই জানিয়েছেন।

এদিকে মিগ-২১ এর আটক বিমানচালক অভিনন্দনকে ফেরত পেতে ভারত কোনো ধরনের সমঝোতা বা চুক্তিতে রাজি নয় বলে বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

“ভারত তার জন্য কোনো ধরনের কূটনীতিক সুবিধা চাইবে না; আমরা তাকে শিগগির ফেরত চাই। পাকিস্তান হয়তো ভাবছে তারা আলোচনার জন্য একটি কার্ড পেল, তারা তা পায়নি,” নাম না প্রকাশ করার শর্তে বলেছেন এক উর্ধ্বতন কর্মকর্তা।

পাইলটকে ফিরিয়ে আনতে ভারত সবকিছু করবে বলেও ভারতীয় সূত্রগুলো আশ্বস্ত করেছে, জানিয়েছে এনডিটিভি।

বুধবার সকালে কাশ্মীরের আকাশে ভারত ও পাকিস্তানের মধ্যে বিমান যুদ্ধের পর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের এলাকা থেকে অভিনন্দনকে আটক করে পাকিস্তানি সেনারা।

পাকিস্তানি বাহিনীর গুলিতে ভারতীয় একটি মিগ ২১ জঙ্গিবিমান বিধ্বস্ত হওয়ার সময় পাইলট ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন প্যারাশুটযোগে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার অপরপাশে পাকিস্তান অংশে নিরাপদে অবতরণ করেন।

তারপর থেকে পাকিস্তানি সেনাবাহিনীর হেফাজতে আছেন তিনি। ইসলামাবাদ চা পানরত অভিনন্দনের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App