×

বিনোদন

আজীবন সম্মাননায় ভূষিত সাবিনা ইয়াসমিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৫৬ পিএম

আজীবন সম্মাননায় ভূষিত সাবিনা ইয়াসমিন
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আবারো ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হলেন সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। এর আগে তিনি একুশে পদক, স্বাধীনতা পদক এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। বিভিন্ন সংগঠন কর্তৃক অসংখ্যবার ‘আজীবন সম্মাননা’তেও ভূষিত হয়েছেন। তবে এবারের ‘আজীবন সম্মাননা’ প্রাপ্তির বিষয়টা ছিল যেন একটু অন্যরকম। স্যাটেলাইট চ্যানেলে ‘আরটিভি’ প্রতিবারের ধারাবাহিকতায় গত ২৬ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম-এ আয়োজন করে অষ্টমবারের মতো ‘আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৮’। আর এই আসরেই ‘আজীবন সম্মাননা’ তুলে দেয়া হয় সাবিনা ইয়াসমিনের হাতে। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত অভিনেতা সৈয়দ হাসান ইমামের কাছ থেকে সাবিনা ইয়াসমিন এই সম্মাননা গ্রহণ করেন। সম্মাননা গ্রহণ শেষে সাবিনা ইয়াসমিন তার অনুভ‚তি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি সত্যিই ভীষণ আনন্দিত। আরটিভির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা। আমি আরটিভির সঙ্গে ছিলাম এবং যতদিন বেঁচে থাকব আরটিভির সঙ্গে থাকব। সবাই আমার জন্য দোয়া করবেন। এবার পাঁচটি বিভাগে ২৬টি ক্যাটাগরিতে বিচারক ও দর্শক এসএমএসের মাধ্যমে নির্বাচিত তারকাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক নাটক অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার পান আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী, শ্রেষ্ঠ পরিচালক সাজ্জাত সুমন, শ্রেষ্ঠ নাট্য রচয়িতা মেজবাহ উদ্দিন সুমন। জুরি সিলেকশনে শ্রেষ্ঠ অভিনেত্রী মীরানা জামান। এক ঘণ্টার নাটক, টেলিফিল্মে শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার পান চঞ্চল চৌধুরী ও সাদিয়া ইসলাম মৌ। শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে সুষমা সরকার, শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে অভিনেতা আবুল হায়াত। শ্রেষ্ঠ পরিচালক গোলাম সোহরাব দোদুল, শ্রেষ্ঠ নাট্য রচয়িতা অঞ্জন আইচ। ধারাবাহিক নাটকে শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার পান জাহিদ হাসান ও অপর্ণা ঘোষ। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা সাজু খাদেম, শ্রেষ্ঠ অভিনেত্রী তারিন জাহান। শ্রেষ্ঠ পরিচালক সাগর জাহান, শ্রেষ্ঠ নাট্য রচয়িতা বৃন্দাবন দাস ও সাজিন আহমেদ বাবু। পপুলার চয়েজে শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী নন্দিতা ও অপু। শ্রেষ্ঠ সিনিয়র সঙ্গীতশিল্পী পলাশ, আসিফ আকবর, আঁখি আলমগীর ও কণা। শ্রেষ্ঠ ব্যান্ডদল দলছুট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App