×

জাতীয়

রোহিঙ্গা সংকট সমাধানে মস্কোর সহযোগিতা চেয়েছে ঢাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০৪ পিএম

রোহিঙ্গা সংকট সমাধানে মস্কোর সহযোগিতা চেয়েছে ঢাকা

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাতে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইগনাটোভ। ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকট সমাধানে রাশিয়ার সহযোগিতা ও সমর্থন চেয়েছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশে বিনিয়োগের জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজ বুধবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় ‍নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইগনাটোভের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইগনাটোভ সাক্ষাৎ করেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন রোহিঙ্গা সংকট সমাধানে রাশিয়ার সহযোগিতা ও সমর্থন চান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগের জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানান।

বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চায় রাশিয়া। ওষুধ শিল্পখাতে বাংলাদেশে যৌথ বিনিয়োগেও আগ্রহ প্রকাশ করেন তিনি। বৈঠকে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App