×

আন্তর্জাতিক

পাক যুদ্ধবিমানের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা : ভারতের প্রতিরোধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৩০ পিএম

পাক যুদ্ধবিমানের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা : ভারতের প্রতিরোধ
ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাক যুদ্ধবিমানের মূল ভারতের ভূখণ্ডে ঢোকার চেষ্টা করার খবর জানিয়েছে এনডিটিভি । কাশ্মিরের ২টি সেক্টরে ভারতের আকাশসামী লঙ্ঘন করে ঢোকার চেষ্টা করে পাকিস্তানের F-16। ইন্ডিয়ান এয়ার ফোর্সের প্রতিরোধে পিছু হঠে F-16। সূত্রে খবর, বুধবার সকালে নিয়ন্ত্রণেরখা পেরিয়ে ভারতের আকাশসীমায় ঢোকার চেষ্টা করে ৩টি F-16। কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি জেলার নওশের সেক্টরে ভারতীয় আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করে পাক যুদ্ধবিমান। সঙ্গে সঙ্গেই পাল্টা জবাব দেয় ইন্ডিয়ান এয়ার ফোর্সের টহলদারি বিমান। প্রত্যাঘ্যাত পেয়েই পিছু হঠতে বাধ্য হয় পাক যুদ্ধবিমানগুলি। এদিকে এই ঘটনার পরই লে, জম্মু, শ্রীনগর ও পাঠানকোটে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে জম্মু-শ্রীনগরের মধ্যে আকাশপথ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত বাণিজ্যিক বিমান চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অপরদিকে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে আত্মরক্ষার অধিকার বোঝাতে নিজেদের সীমানা থেকে স্ট্রাইক হয়েছে দাবি পাকিস্তানের । ভারত হামলা চালানোর পর থেকেই পাকিস্তান জবাব দেওয়ার কথা বলেছিল পাকিস্তানের তরফ থেকে জানানো হয়েছে তাদের যে আত্মরক্ষা অধিকার আছে সেটা বোঝাতেই হামলা চালানো হয়েছে। পাকিস্তান হামলা করতে চায় না। কিন্তু ভারত যদি হামলা করে তবে তা ফিরিয়ে দেওয়া হবে। অন্য কোনও উদ্দেশ নেই বলেই প্রকাশ্যে হামলা চালানো হয়েছে। অন্য কোন উদ্দেশ্য থাকলে এভাবে হামলা চালানো হতো না বলে পাকিস্তানের দাবি। ভারত সরকারের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App