×

জাতীয়

উচ্ছেদ আতংকে কাপ্তাইয়ের শিলছড়ির দুই’শ পরিবার 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:১২ পিএম

উচ্ছেদ আতংকে কাপ্তাইয়ের শিলছড়ির দুই’শ পরিবার 
কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়িস্থ ৯নং ওয়ার্ডের প্রায় দুই’শ পরিবার উচ্ছেদ আতংকে দিনাতিপাত করার সংবাদ পাওয়া গেছে। এব্যাপারে সমাধানের আশায় এলাকার দুই’শ বাসিন্দার পক্ষে স্থানীয় ইউপি সদস্য মাহবুব আলমের স্বাক্ষরিত একটি আবেদনপত্র রাঙ্গামাটি জেলা প্রশাসক বরাবর অভিযোগ আকারে দাখিল করেন বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ সরকারী খাস জায়গায় বসতিপূর্ণ বাড়িঘর দখলের অপচেষ্টায় ও নানাভাবে পায়তারা করছে একটি কুচক্রী মহল। স্থানীয়দের দাবী যে জায়গাটি নিয়ে আজ বিতর্ক দেখা দিয়েছে শিলছড়ি এলাকাস্থ ষ্টারলিং প্লাইউড ইন্ডাঃ লিঃ নামে একটি প্রতিষ্ঠান ছিল, উক্ত প্রতিষ্ঠানের নামে তৎকালীন পাকিস্তান আমলে ২৩.১৭ একর ভুমি বন্দোবস্ত নেওয়া হয়েছিল। পরবর্তীতে ওই কোম্পানীর মালিক স্বাধীনতার যুদ্ধের সময় বাংলাদেশ থেকে পালিয়ে যায় বলে এলাকাবাসীর অভিযোগ। এরপর ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা স্বাধীনতাত্তোর পাহাড় ঘেষা সরকারী কিছু খাস জায়গায় দখলস্বত্বে বসবাস করে আসছে দীর্ঘ চার যুগ ধরে। এব্যাপারে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও হেডম্যানসহ বিভিন্ন গণ্যমান্যগণ অবগত আছেন। শুধু তাই নয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের অভিযোগ এ বিষয়ে ২০০৪ সালে জেলা প্রশাসক কর্তৃক একটি তদন্ত রিপোর্ট দেওয়া হয় স্থানীয় এলাকাবাসীর পক্ষে। কিন্তু সাম্প্রতিককালে স্থানীয় বসতিরা অভিযোগ আকারে বলেন, একটি সরকারী প্রতিষ্ঠানের নামে অসহায় জনসাধারণের অধিকাংশই দখলীয় জায়গা উচ্ছেদের নামে অপকৌশল চলছে। তাই তারা জেলা প্রশাসকের বরাবর একটি আবেদনে উলে­খ করেন, উচ্ছেদ আতংকিত দুই’শ পরিবারকে পুনর্বাসন না করে বসতস্থান সমূহ অন্য কোন সংস্থার নামে অধিগ্রগহণ করা যেন না হয় এ ব্যাপারে তাদের প্রানের দাবী জানান জেলা প্রশাসককে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App