×

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় স্বর্ণখনিতে ভূমিধ্বসে ৬০ জনের প্রাণহাণির আশঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৮ পিএম

ইন্দোনেশিয়ায় স্বর্ণখনিতে ভূমিধ্বসে ৬০ জনের প্রাণহাণির আশঙ্কা
ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি দ্বীপের বোলাং মোঙ্গোন্দো এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় একটি লাইসেন্সহীন অবৈধ স্বর্ণখনিতে ভূমিধ্বসে অন্তত ৬০ জনের প্রাণহাণি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারীরা খোঁজ চালিয়ে যাচ্ছেন। ইন্দোনেশিয়ার দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ভোর পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার করা গেছে এবং অন্তত ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর বিবিসির। এক ব্যক্তি জানিয়েছেন, অস্থিতিশীল ভূমিধ্বসের কারণে খনির নীচের কাঠের কাঠামোর কয়েকটি খুঁটি বিধ্বস্ত হলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় দুর্যোগ কর্মকর্তা আব্দুল মুঈন পাপুতুনগান জানিয়েছে, ‘অনুমান করা হচ্ছে মাটি আর পাথরের নীচে ৬০ জনের মত মানুষ চাপা পড়তে পারে। তিনি আরও জানান এলাকাটি দুর্গম হওয়ায় উদ্ধার কজ পরিচালনায় বেগ পেতে হচ্ছে। ঘটনা স্থলে ইন্দোনেশিয়ান উদ্ধারকারি বাহিনী ও ইন্দোনেশিয়ান রেডক্রস(পিএমআই) সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করছেনঅ ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায় যে স্থানীয় মানুষ ও উদ্ধারকারীরা মাটি-কাদা পরিবেষ্টিত একটি পাহাড়ের পাশে থেকে দুর্ঘটনা কবলিতদের উদ্ধারের চেষ্টা করছেন। ইন্দোনেশিয়ায় ছোট পরিসরে স্বর্ণের খনির কাজ করা নিষিদ্ধ হলেও গ্রামের বিভিন্ন জায়গায় ব্যাপক পরিমানে এ ধরনের খনির প্রচলন রয়েছে। সঠিক ব্যবস্থাপনার অভাব এবং সুষ্ঠু নজরদারি না থাকায় এসব খনিতে দুর্ঘটনার ঘটনা প্রায়ই ঘটে থাকে। স্থানীয়ভাবে যথেষ্ট কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়াতেই মানুষ জীবিকা নির্বাহের জন্য এধরনের অবৈধ মাধ্যমে কাজ করতে বাধ্য হন বলে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছে ইন্দোনেশিয়ার বিভিন্ন সংস্থা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App