×

পুরনো খবর

বাজ হান্ড্রেড ফুড ওয়ার্ল্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:১৪ পিএম

বাজ হান্ড্রেড ফুড ওয়ার্ল্ড
খাবারের পাশাপাশি চলবে লাইভ মিউজিক। আরো আছে সুইমিংপুল, বিলিয়ার্ড ও শিশুদের বিনোদন ব্যবস্থা। এক ছাদের নিচে সবই আছে বাজ হান্ড্রেড ফুড ওয়ার্ল্ড নামের ফুডকোটে। ১ ফেব্রুয়ারি যাত্রা করা নতুন এই ফুডকোটের অবস্থান ঢাকার নতুন বাজারের সাঁতারকুলের ১০০ ফিট রোডের পাশে। খোলামেলা পরিবেশে প্রকৃতির সান্নিধ্যে নগরীর ভোজনরদিকদের জন্য ফুডকোটের মূল উদ্যোক্তা সৈয়দ আসাদুল হক শিবলী। প্রায় ৩০ হাজার স্কয়ার ফিট জায়গা নিয়ে গড়ে ওঠা এ ফুডকোটে আছে ২৭টি রেস্টুরেন্টে। এসব রেস্টুরেন্টে পাওয়া যাবে বাংলা, চাইনিজ, ইতালিয়ান, স্পেনিশ, কন্টিনেন্টালসহ নানা দেশের বৈচিত্র্যময় স্বাদের খাবার। প্রতিটি রেস্টুরেন্টের নামও সুন্দর। এর মধ্যে কিছু চেইন রেস্টুরেন্টও আছে। যেমন- আমার টং, সুগার ফ্রস্ট, ফুডবুক, দেশিহাট, জুস ওয়ার্ল্ড ইত্যাদি। সপ্তাহে ৭দিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ফুডকোটটি। কেউ ১ হাজার ৫০০ টাকার খাবাব খেলে পাবেন গেমের অফার। এ গেমে জিতে বিজয়ীরা শতভাগ পর্যন্ত বিনামূল্যে খাবার খেতে পারবেন। পাশাপাশি উৎসব-পার্বণেও থাকবে বিশেষ খাবারের ব্যবস্থা ও নানা আয়োজন। সব মিলিয়ে পরিবারের সবাইকে নিয়ে নিরিবিলি খোলামেলা পরিবেশে খাবার ও বিনোদন উপভোগের অনন্য স্থান বাজ হান্ড্রেড ফুড ওয়ার্ল্ড। উদ্যোক্তা সৈয়দ আসাদুল হক শিবলী বলেন, ৩০০ ফিটের রেস্টুরেন্টগুলোতে কেবল খাবারের ব্যবস্থা ছিল। তাই আমরা খাবারের পাশাপাশি মানুষকে বিনোদনের ব্যবস্থা দিতেই এক ছাদের নিচে এই আয়োজন করেছি। বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালের পেছনে, রামপুরার ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পাশে ও উত্তরার রাজলক্ষ্মী মার্কেটের পাশে বাজ খুব শিগগিরই চালু হবে। নগরবাসী মজার সব খাবারের পাশাপাশি বিনোদনও উপভোগ করুক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App