×

খেলা

ফিরতে মরিয়া তাসকিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৪৫ পিএম

ফিরতে মরিয়া তাসকিন
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ৮ মার্চ থেকে শুরু হবে। এবার আবাহনী লিমিটেডের হয়ে খেলবেন তাসকিন আহমেদ। তবে প্রাথমিক পর্বে তাসকিনের খেলার সম্ভাবনা নেই। তার দল সুপার লিগে উঠলে সেদিন থেকেই মাঠে নামতে পারবেন বলে আশা করছেন তিনি। বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে ফিল্ডিং করার সময় গোড়ালিতে চোট পান তাসকিন। চোটে পড়ার তিন সপ্তাহ পর তাসকিন মিরপুরে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরীর পরামর্শ নিতে। সেখানে বলেছেন নিজের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা। পুনর্বাসন প্রক্রিয়া ও বর্তমানে পায়ের অবস্থা সম্পর্কে ভালো খবর জানিয়েছেন তাসকিন। তিনি বলেছেন, আগের চেয়ে আল্লাহর রহমতে ভালো আছি। তিন সপ্তাহ শেষ হলো। এখন পর্যন্ত ইতিবাচক সবকিছু। ভালোর দিকে যাচ্ছে এখন। আমি এত দিন ক্র্যাচে ভর করে হেঁটেছি। রিহ্যাব প্রোগ্রামের একটু আপগ্রেড করার শিডিউল দিয়েছে। এক্সারসাইজ আরও বাড়াব। নিজের কাছেও ভালো লাগছে। এখন আস্তে আস্তে ক্র্যাচ ছাড়া দুই পায়ে দাঁড়াতে পারছি। আশা করি এভাবে চলতে থাকলে আমার জন্য ভালো কিছুই হবে। এ ছাড়া বিশ^কাপকে সামনে রেখে নিজের ভাবনা সম্পর্কে তাসকিন জানিয়েছেন, আসলে প্রিমিয়ার লীগ শুরু হলে আমি আমার সেরাটা দিতে চেষ্টা করব। আমার বিশ^কাপ স্কোয়াডে যেন সুযোগ হয়। বিশ^কাপ স্কোয়াডে সুযোগ পাওয়া তো সহজ কিছু না। এটা কঠিন। হয়তো নিউজিল্যান্ডে যেতে পারলে নিজেকে বিশ^কাপের প্রস্তুতি ও প্রমাণের সুযোগটা আরো ভালোভাবে পেতেন। এ সফরে যেতে না পারার আক্ষেপ তো আছেই। তবে সেই আক্ষেপ ঘোচাতে চান ডিপিএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীর হয়ে সুপার লিগের ম্যাচগুলো খেলতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App