×

আন্তর্জাতিক

পাক অধিকৃত কাশ্মীরে ভারতের বোমা হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৫ এএম

পাক অধিকৃত কাশ্মীরে ভারতের বোমা হামলা
সীমান্ত রেখা অতিক্রম করে পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার রাত সাড়ে তিনটে নাগাদ ১২ টি মিরাজ যুদ্ধ বিমান এই অপারেশনে অংশ নিয়ে মোট ১ হাজার কেজি বোমা বর্ষণ করে সন্ত্রাসবাদীদের ক্যাম্প গুঁড়িয়ে দেয় বলে জানিয়েছে এনডিটিভি। এই হামলার কথা স্বীকার করে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এক টুইট বার্তায় জানিয়েছেন, নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করেছে ভারতীয় বিমান বাহিনী। তারা মুজাফফরাবাদ সেক্টরে অনুপ্রবেশ করেছে। তিনি আরও বলেছেন, পাক সেনাদের পাল্টা আক্রমণে ভারতের অভিযান ব্যর্থ হয়েছে। একটি মিরাজ-২০০০ ভেঙে পড়েছে বলেও দাবি করেছেন তিনি। তবে এই হামলায় ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। অপরদিকে, ভারতের তরফ থেকে দাবি করা হয়েছে, সোমবার বালাকোট সেক্টর থেকে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়ে ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান। বালাকোট, চাকোটি এবং মুজফফরাবাদে জয়েশ-ই-মোহম্মদের ৩টি কন্ট্রোল রুম এবং বেশ কয়েকটি লঞ্চ প্যাড ধ্বংস করা হয়েছে। এর আগে ১৬ সালের ২৯ সেপ্টেম্বরও সীমান্ত পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনা বাহিনী। ভারতীয় সেনা বাহিনী। ওই সার্জিক্যাল স্ট্রাইকের পর এবার নতুন করে পাক অধিকৃত কাশ্মীরে এয়ার স্ট্রাইক চালালো ভারতীয় সেনারা। জঙ্গি হামলায় এ মাসের ১৪ তারিখ সিআরপিএফের চল্লিশ জনেরও বেশি সেনা নিহত হয় । ২৪ তারিখের সেই হামলার দায় নিয়েছিল জইশ-ই- মহম্মদ। পাকিস্তান থেকে পরিচালিত ওই জঙ্গি সংগঠনের কার্যকলাপের বিরুদ্ধে সরব হয় দিল্লি। এই জঙ্গি সংগঠনের মাথা মৌলানা মাসুদ আজাহারকে রাষ্ট্রসঙ্ঘ ঘোষিত জঙ্গির তকমা দেওয়ার দাবিও জানায় দিল্লি। তবে ভারতের এয়ার স্ট্রাইকের ঘটনায় দু'দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়বে বলে ধারণা করা যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App