×

আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে বৈঠক উপলক্ষে ভিয়েতনাম পৌঁছেছেন কিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৬ পিএম

ট্রাম্পের সঙ্গে বৈঠক উপলক্ষে ভিয়েতনাম পৌঁছেছেন কিম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক উপলক্ষে আড়াই দিনেরও বেশি সময়ের ট্রেন যাত্রা শেষে ভিয়েতনামে পৌঁছেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। স্থানীয় সময় মঙ্গলবার চীন সংলগ্ন ভিয়েতনামের সীমান্তবর্তী স্টেশন ডংড্যাংয়ে পৌঁছায় কিমকে বহনকারী ট্রেন। ডংড্যাংয়ে কিমকে স্বাগত জানান ভিয়েতনামের উচ্চপদস্থ কর্মকর্তারা। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। স্টেশন ছাড়ার সময় কিমের গাড়ি ঘিরে দৌড়ান উত্তর কোরিয়ার নিরাপত্তা রক্ষীরা। এই গাড়িবহরে করেই ডংড্যাং থেকে ১৭০ কিলোমিটার দূরের হ্যানয়ে পৌঁছবেন তিনি। গত শনিবার স্থানীয় সময় রাত নয়টায় পিয়ংইয়ং থেকে ট্রেন যাত্রা শুরু করেন কিম। চীনের মধ্য দিয়ে ভিয়েতনামের ডংড্যাংয়ে আসতে তাকে পাড়ি দিতে হয়েছে ২৫০০ মাইলেরও বেশি পথ। ইতিপূর্বে ১৯৬৪ সালে কিমের পিতামহ কিম ইল ট্রেনে সুং থেকে ভিয়েতনাম সফর করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরীয় নেতা কিম জং উনের দ্বিতীয় বৈঠক উপলক্ষে নিরাপত্তার চাদের ঢেকে ফেলা হয়েছে হ্যানয়কে। ভিয়েতনাম সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এই বৈঠক উপলক্ষে চল্লিশ দেশের তিন হাজারেরও বেশি সাংবাদিক হ্যানয় সফর করবেন বলে আশা প্রকাশ করছে ভিয়েতনাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App