×

শিক্ষা

জাবি প্রেস ক্লাবের নতুুুন কমিটি গঠন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৫৪ পিএম

জাবি প্রেস ক্লাবের নতুুুন কমিটি গঠন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব এর ২০১৯ সেশনের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। দুপুর ১টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোঃ আলমগীর কবির। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায় দিনের জাবি প্রতিনিধি মোঃ মূসা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা টাইমসের জাবি প্রতিনিধি রাইয়ান বিন আমিন। এর আগে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নব নির্বাচিত কমিটিতে ৯টি পদে সর্বমোট ১১ জন সদস্য রয়েছেন। নির্বাচিত সদস্যরা হলেন, সভাপতি হিসাবে মোঃ মূসা (দৈনিক যায়যায় দিন), সম্পাদক-রাইয়ান বিন আমিন (ঢাকা টাইমস), সহ- সভাপতি মোঃ আবু সায়েম (পাবলিক নিউজ বিডি), যুগ্ম-সাধারণ সম্পাদক- মোঃ রায়হান চৌধুরী (বার্তা বাজার), সাংগঠনিক সম্পাদক পদে অরিত্র চন্দ্র দাস ( বিডি টাইমস), কোষাধ্যক্ষ- সাগর কর্মকার (বাংলা পেইজ), দপ্তর সম্পাদক-হাসান তানভীর (এডুকেশন টাইম বিডি), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিডি সমাচারের মাকসুদ জুবায়ের, কার্যকরী সদস্য পদে দেশ সংবাদের মুহাম্মদ খলিলুর রহমান, লাস্ট নিউজ বিডির আবদুল্লাহ আল মাহমুদ ইমন এবং ইউরো বিডি নিউজের মোঃ নুর হাছান নাঈম। অন্যদিকে কোন প্রার্থী ফরম উত্তোলন না করায় এবছর কার্যকরী সদস্যের অন্য আরেকটি আসন খালি থাকছে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোঃ আলমগীর কবির একটি সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচন প্রদান করার জন্য জেইউপিসির সদস্যদের ধন্যবাদ জানান। নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আমরা মনে করি সাংবাদিকতারই সর্বোপরি বিশ্ববিদ্যালয়েরই আজ জয় হয়েছে। বিজিত ও বিজয়ী সকলে মিলেই প্রেস ক্লাব। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তারা সর্বদা মিলেমিশে কাজ করবে কাজ করবে।' এসময় নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ফিরোজ-উল-হাসান, ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ, রসায়ন বিভাগের অধ্যাপক ড. তপন কুমার সাহা, অধ্যাপক আওলাদ হোসেন, দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদ সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, জাবি ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন জাবি সংসদ, ছাত্র ফ্রন্ট, সাংস্কৃতিক জোট, জহাঙ্গীরনগর থিয়েটার, জাবি ডিবেট অর্গানাইজেশন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্চাসেবী সংগঠনের নেতা-কর্মীরা। নব-কমিটিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App