×

পুরনো খবর

ক্যারিয়ার ধ্বংস করা ভুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৫৮ পিএম

ক্যারিয়ার ধ্বংস করা ভুল
জীবিকা নির্বাহে প্রত্যেকটা মানুষকে কর্মক্ষেত্রে যোগ দিতে হয়। কেউ জীবন চালানোর ব্যয় মেটানোর জন্য ব্যবসাকে বেছে নেয়। অন্যরা বেছে নেয় চাকরির পেশা। চাকরি পেতে কিছু ধাপ পার হতে হয়। আর এই ধাপ অতিক্রম করতে না পারলে ক্যারিয়ার ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছায়। চাকরির আবেদন করতে গিয়ে অনেকেই ছোট ছোট কিছু ভুল করে ফেলে। যেগুলো প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ মনে না হলেও, চাকরিটি পাওয়ার পথে বড় ধরনের বাধা হয়ে দাঁড়ায়। * সিভি বড় করার উদ্দেশ্যে, অনেকে অবান্তর তথ্য জুড়ে দিয়ে থাকেন। তাতে যে হীতে বিপরীত হওয়ার আশঙ্কা থাকে। অহেতুক তথ্য সমাহার আপনার চাকরিদাতাকে বিরক্ত এবং আপনার সম্পর্কে তার মনে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে। তাই সিভি তথ্যনির্ভর হোক, ঠিক আছে কিন্তু তাই বলে অবান্তর তথ্য জুড়ে দেয়ার কোনো দরকার নেই। * চাকরি পাওয়ার জন্য দরকার যোগাযোগ ক্ষমতা। কোন দপ্তরে বা কোন প্রতিষ্ঠানে চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে, কিভাবে আবেদন করতে হবে কিংবা কি ধরণের প্রশ্ন হতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানতে অন্য আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ রাখা খুবই প্রয়োজন। সাময়িকভাবে অনেকেই এটাকে গুরুত্ব দেয় না। * অনেকে লক্ষ্য ঠিক করে রাখেন যে, অমুক চাকরি করব আর তমুক চাকরি করব না। এজন্য সে যে কোনো একদিকে মনোযোগী হয়। ফলে অনেক সময় দেখা যায়, তার লক্ষ্য পূরণ হচ্ছে না এবং অন্য চাকরিতে আবেদন না করার কারণে সেই সুযোগও হারাচ্ছে। তাই যে কোনো একদিকে না দৌঁড়ে সব চাকরিতে আবেদন করে রাখলে আপনার জীবন সুখের হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App