×

খেলা

অপ্রতিরোধ্য মেসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৩১ পিএম

ক্রমশ নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। গত শনিবার স্প্যানিশ লা লিগার হাইভোল্টেজ ম্যাচে সেভিয়ার মুখোমুখি হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত এক হ্যাটট্রিকে ম্যাচটি ৪-২ গোলে জিতে নেয় কোচ আর্নেস্তো ভালভের্দের শিষ্যরা। ওই ম্যাচের পর যে বিষয়টি ফুটবলপ্রেমীদের আলোচনায় সবচেয়ে বেশি প্রাধ্যান্য পাচ্ছে তা হলো মেসির হ্যাটট্রিক। এ ম্যাচেই ক্যারিয়ারে হ্যাটট্রিকের হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন বার্সেলোনার আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এখন তার মোট হ্যাটট্রিকের সংখ্যা ৫০টি। এ ছাড়া এদিন সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৬৫০ গোলের মাইলফলকও ছুঁয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এ ফুটবলার। লিওনেল মেসি পেশাদার ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন ২০০৭ সালে, বার্সার হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। আর প্রায় এক যুগ পর এসে পেলেন ক্যারিয়ারের ৫০তম হ্যাটট্রিকের দেখা। মেসির ৫০টি হ্যাটট্রিকের মধ্যে ৮টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে, ৩২টি স্প্যানিশ লা লিগায়, ৩টি কোপা ডেল রেতে, ১টি সুপার কাপে এবং অবশিষ্ট ৬টি জাতীয় দলের জার্সি গায়ে। পেশাদার ফুটবলে হ্যাটট্রিক করার চেয়ে মেসির চেয়ে এগিয়ে আছেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে তার ৫১টি হ্যাটট্রিক রয়েছে। সেভিয়ার মাঠে শনিবার রাতের ম্যাচে ২২ মিনিটেই পিছিয়ে পড়ে বার্সা। এ সময় স্বাগতিকদের হয়ে গোল করেন জিসাস নাভাস। পিছিয়ে পড়ার ৪ মিনিট পরেই ইভান রাকিটিচের ক্রস থেকে ছুটে আসা বল হাফভলিতে সেভিয়ার জালে পাঠিয়ে বার্সাকে সমতায় ফেরান মেসি। এটি সেভিয়ার বিপক্ষে লা লিগায় তার ২৬তম গোল। যা লা লিগায় কোনো একক ক্লাবের বিপক্ষে একজন ফুটবলারের সবচেয়ে বেশি গোলের রেকর্ড। ম্যাচের ৪২ মিনিটে মার্সেদোর গোলে ফের এগিয়ে যায় সেভিয়া। তবে বিরতির পরের অংশটুকু কেবলই বার্সার। আরো বিশেষ করে করে বললে শুধুই লিওনেল মেসির। ম্যাচের ৬৭ মিনিটে উসমান ডেম্বেলের পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করে বার্সাকে আবারো সমতায় ফেরান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। ম্যাচের ৮৫ মিনিটে ফের ঝলক দেখান মেসি। এ সময় কার্লেস এলেনার শট ঠেকিয়ে দিলেও পুরোপুরি বিপদমুক্ত করতে ব্যর্থ হন সেভিয়ার গোলরক্ষক টমাস ভিক্লিক। ফিরতি বলে দারুণ এক গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। এবারের লা লিগায় এটি মেসির দ্বিতীয় হ্যাটট্রিক। এ ছাড়া এর মধ্য দিয়ে ক্লাব এবং জাতীয় দলের ক্যারিয়ার মিলিয়ে ৫০তম হ্যাটট্রিকের মাইলফলক স্পর্শ করলেন বর্তমানে ৩২ বছর বয়সী এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। ম্যাচের শেষদিকে বার্সার হয়ে লুইস সুয়ারেজ গোল করলে শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত হয় ভালভের্দের শিষ্যদের। ১৯৮৭ সালে ২৪ জুন আর্জেন্টিয়ায় জন্ম নেয়া লিওনেল মেসি ১২৮ ম্যাচে জাতীয় দলের জার্সি গায়ে গোল করেছেন ৬৫টি। এ পর্যন্ত ৪টি বিশ্বকাপে খেলেছেন তিনি। ২০০৬, ২০১০ এবং ২০১৮ সালের বিশ্বকাপে মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে দলকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন। ওই ম্যাচে জার্মানির বিপক্ষে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App