×

তথ্যপ্রযুক্তি

হোন্ডার নতুন ইলেকট্রিক গাড়ি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৩২ পিএম

হোন্ডার নতুন ইলেকট্রিক গাড়ি
জাপানি জনপ্রিয় গাড়ি কোম্পানি হোন্ডা বাজারে নতুন ইলেকট্রিক গাড়ি নিয়ে আসছে। যেটি বিশেষ ডিজাইন ও ফিচারে সবার নজর কাটবে বলে আশা প্রকাশ করছে প্রতিষ্ঠানটি। জানা যায়, ২০১৯ জেনেভা মোটর শোতে সামনে আসবে এই নতুন ইলেকট্রিক গাড়ি। লঞ্চের আগে গাড়ির কেবিন ও বাইরের প্রোটোটাইপ ডিজাইনের ছবি প্রকাশ করছে জাপানের কোম্পানিটি। এর আগে ২০১৭ সালের প্রথম এই ধরনের ইলেকট্রিক গাড়ির ডিজাইন সামনে নিয়ে এসেছিল হোন্ডা। তখন থেকেই চলছে কোম্পানির ইলেকট্রিক গাড়ি তৈরির কাজ। নতুন ইলেকট্রিক গাড়ি কেবিনের ডিজাইনে দেখা গেছে, ড্যাশবোর্ডের উপরে থাকছে বিশাল দুটি টাচস্ক্রিন ডিসপ্লে। এই দুটি ডিসপ্লেতে গাড়ির বিভিন্ন তথ্য দেখা যাবে। ড্রাইভার ও সাওয়ারির জন্য রয়েছে দুটি আলাদা টাচস্ক্রিন ডিসপ্লে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App