×

তথ্যপ্রযুক্তি

সবচেয়ে সুরক্ষিত গাড়ি?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:২৮ পিএম

সবচেয়ে সুরক্ষিত গাড়ি?
গত বছর আগস্ট মাসে গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্টে ফোর স্টার পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল টাটা নিক্সনকে। কিন্তু ডিসেম্বরে একই টেস্টে ফাইভ স্টার পেল নিক্সন। এই প্রথম ভারতের কোন গাড়ি গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্টে স্টার রেটিং পেল। রেটিং পাওয়া এ গাড়িটিতে কী এমন আছে? এই গাড়িতে শুধু সামনে থেকে ধাক্কা নয় পাশ থেকে ধাক্কা খেলেও এই গাড়ির যাত্রীরা সুরক্ষিত থাকবেন। জানা যায়, এই টেস্টে সর্বোচ্চ ১৭ পয়েন্টের মধ্যে ১৬.০৬ পয়েন্ট পেয়েছে টাটার এই সাবকম্প্যাক্ট এসইউভিটি। টাটা মটোরের কর্মকর্তারা বলেন, ‘ গ্লোবাল এনসিএপি ‘ক্র্যাশ টেস্টে টাটা নিক্সন’ এর ফাইভ স্টার পাওয়া এক ঐতিহাসিক ঘটনা। কোম্পানির ভবিষ্যতের গাড়িগুলোকে নতুন দিশা দেবে এই রেটিং।’ গ্লোবাল এনসিএপির টেকনিকাল ডিরেক্টার বলেন, ‘এখন টাটা নিক্সন চারটি চাকাতেই এবিএস কাজ করে। এ ছাড়াও, ড্রাইভারের সঙ্গে প্যাসেঞ্জার সিট বেল্ট অ্যালার্ম যোগ হয়েছে এই গাড়িতে তবে আগস্ট মাসের টেস্টের সঙ্গে গাড়ির বডি শেল ও স্ট্রাকচার একই রয়েছে। আগের মতোই টাটা নিক্সন গাড়িতে রয়েছে ডুয়াল এয়ারব্যাগ। এই গাড়ি ভারতের বাজারে বেশ বিপ্লব করবে আশা প্রকাশ করছে বিশেষজ্ঞরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App