×

খেলা

শহীদুলের দুর্দান্ত বোলিংয়ে শেখ জামালের জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০৪ পিএম

শহীদুলের দুর্দান্ত বোলিংয়ে শেখ জামালের জয়

শেখ জামালের জয়

ঢাকা প্রিমিয়ার লিগে যুক্ত হলো টি-টোয়েন্টি ফরম্যাট। আজ প্রথম দিনে অনুষ্ঠিত হচ্ছে চারটি ম্যাচ। সোমবার দুপুরে শেখ জামাল ধানমন্ডি ক্লাব আর খেলাঘর সমাজ কল্যাণ সমিতির ম্যাচ দিয়ে উদ্বোধন হয় ডিপিএল টি-টোয়েন্টির।

গ্রুপ ‘বি’ এর প্রথম ম্যাচে শেখ জামালের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় খেলাঘর।

ব্যাটিং করতে নেমে শেখ জামালের দুই ওপেনার ইমতিয়াজ হোসেন ও ফারদ্বীন হাসান মিলে ৩৮ রানের জুটি গড়েন। ইমতিয়াজ ৩১ রান করে ক্যাচ দেন মনিরুল ইসলামের বলে। ফারদ্বীন করেন ২১ রান।

দুই নম্বরে ব্যাট করতে এসে হাসানুজ্জামান করেন ২৬ রান। নাসির হোসেনের ব্যাটে আসে ২৭ বলে ৩৪ রান।

শেখ জামালের দলনেতা নুরুল হাসানের ব্যাটে আসে দলীয় সর্বোচ্চ ৪৩ রান। ২৮ বলে একটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারিতে করেন এই রান।

২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ তুলতে পারে ধানমন্ডির দলটি। খেলাঘরের হয়ে ২ উইকেট নেন মনিরুল ইসলাম। ১টি করে উইকেট নেন রবিউল হক, ইফরান হোসেন ও তানভির ইসলাম।

জবাবে ব্যাট করতে নেমে খেলাঘরের উদ্বোধনী জুটি থেকে আসে ৪১ রান। ওপেনার সাদিকুর রহমান ২১ রানে সাজঘরে ফিরলেও আরেক ওপেনার রবিউল ইসলাম খেলেন ৫১ বলে ৬৯ রানের ঝলমলে ইনিংস।

প্রথম শ্রেণির ক্রিকেটে দীর্ঘ নয় বছর খেললেও আজই রবিউলের অভিষেক হয় টি-টোয়েন্টিতে। তার ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি আর তিনটি ওভার বাউন্ডারি।

রবিউলের বিদায়ের পর রানের গতি দীর হয়ে গেলে আর পেরে উঠতে পারেনি খেলাঘর। দলনেতা মাহিদুল ইসলাম অংকন করেন ৩৪ রান।

শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৫৮ রান তুলতে পারে খেলাঘর কল্যাণ সমিতি। তাতে ১১ রানের জয় পায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

শেখ জামালের হয়ে শহীদুল ইসলাম নেন ৩৬ রানে ৪ উইকেট। ১টি উইকেট নেন ইলিয়াস সানী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App