×

জাতীয়

মাগুরায় উচ্চ ফলনশীল বিনা মসুড়ীর কৃষক মাঠ দিবস অনুষ্টিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:২৯ পিএম

মাগুরায় উচ্চ ফলনশীল বিনা মসুড়ীর কৃষক মাঠ দিবস অনুষ্টিত
বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিউট উদ্ভাবিত স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল বিনা মসুড়ী-৮ এর সম্প্রসারণ উপলক্ষে কৃষক মাঠ দিবস রোববার বিকেলে মাগুরা সদর উপজেলার বরই গ্রামে অনুষ্টিত হয়েছে। মাগুরা বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান চৌহানের সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-মাগুরা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহিদুল আমিন। বিশেষ অতিথি ছিলেন-যথাক্রমে মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, মাগুরা বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা সম্পা রানী ঘোষ, স্থানীয় বগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর রওনক হোসেন জুন্নু। বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা সজল বিশ্বাস ও কৃষক স্বরজিত কুমার। বক্তারা জানান-প্রচলিত জাতের মসুড়ী চাষে যেখানে ১৩০ থেকে ৩৫ দিন সময় লাগে সেখানে বিনা-৮ মাত্র ৮০ থেকে ৮৫ দিনে কৃষকের ঘরে ওঠে। অন্যদিকে সাধারণ জাতের মসুড়ীর চেয়ে বিনা-৮ -এর ফলনও দ্বিগুন। যে কারনে আমন ধান চাষের পর বোবো আবাদের আগে কৃষকরা একটি বাড়তি ফসল ঘরে তুলে অধিক লাভবান হতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App