×

পুরনো খবর

প্রতিটি কাজ করুন আনন্দ নিয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:০৮ পিএম

প্রতিটি কাজ করুন আনন্দ নিয়ে

আন্তর্জাতিক কিছু পরিসংখ্যান বলে সারা বিশ্বের শতকরা ৮০ ভাগ কর্মী তাদের কাজ নিয়ে অনাগ্রহী। তাদের ভাষ্যমতে এই কাজ নিয়ে তারা উত্তেজনা, আগ্রহ অনুভব করেন না। কেবলমাত্র বেতন পান এবং করার জন্য করতে হয় বলেই করে থাকেন। ব্যাপারটা আসলেই কিন্তু ঠিক। আপনি যদি আপনার কাজকে ভালো না বাসেন কিংবা পছন্দ না করেন তাহলে সে কাজে ক্যারিয়ার গড়া অত্যন্ত কঠিন একটি কাজ। তাই কর্মক্ষেত্রে ক্যারিয়ার গড়ে তুলতে চাইলে আগে সেই কাজটিই বেছে নেয়া উচিত যেই কাজ করতে আপনি আনন্দ বোধ করেন। তাহলেই আপনার কাজ করার দক্ষতা ও প্রতিভা বিকশিত হবে।

পছন্দের কাজ খুঁজে বের করাটাও কিন্তু অতটা সহজ কাজ নয়। একজন উদ্যোক্তা শুরুতেই ভাবতে শুরু করেন যে আসলে কোন কাজে তিনি আনন্দ বোধ করেন, বা কোন কাজ করলে তিনি সহজে করতে পারবেন বা সফল হবেন। এরপর আসে এই কাজে আপনার সফল হওয়ার সম্ভাবনা কতখানি। তারপর আসে কাজটি কীভাবে করবেন এবং সেখান থেকে কীভাবে সফলতা অর্জন করবেন। এই ক্ষেত্রে আপনাকে শুরুতেই খুঁজে বের করতে হবে কোন কাজটি আপনি করতে পছন্দ করেন। এক জায়গায় ঠান্ডা ও শান্ত মনে বসুন, তারপর নিজেকে কিছু প্রশ্ন করুন। সকালে কীভাবে আপনার ঘুম ভাঙ্গে? টাকা পয়সা যদি কোন সমস্যা না হত তাহলে আপনি কোন কাজটি করতেন? কোন কাজে আপনার দক্ষতা বেশি? আপনি কোন ব্যাপারে জানতে ও কাজ করতে বেশি আগ্রহী? কোন কাজ করতে আপনি বেশি আনন্দ বোধ করেন? অন্য সফল মানুষের কোন ব্যাপারটিতে আপনি ঈর্ষা বোধ করেন? এরপর একটি বড় কাজ আপনার করতে হবে। আপনাকে ভেবে বের করতে হবে ‘সাফল্য’ বলতে আপনি আসলে কী বোঝেন? আমাদের সমাজের একটা বড় অংশ ভেবে থাকেন সাফল্য মানে হচ্ছে মাস শেষে একটি বড় অংকের স্যালারি। সুতরাং আপনি একটু ভেবে বের করুন আপনার কাছে সফলতা আসলে কী জিনিস? কারণ আপনি সফলতাকে যেভাবে দেখবেন, আপনাকে ঠিক সেভাবেই প্রস্তুতি নিতে হবে। যেমন ধরুন- আপনি চান যে আপনার ক্যারিয়ার এমন ভাবে গড়ে উঠুক যেখানে আপনি আপনার সময়ের একটা বড় অংশ পরিবারকে এবং সামাজিকতা পালনে দিতে পারবেন। এক্ষেত্রে নিজের ব্যবসা শুরু করা একটা ভালো উপায় হতে পারে। কিন্তু ব্যবসা শুরু করার সময় আপনার যে পরিমাণ পরিশ্রম করতে হবে সেটি করতে আপনি মানসিকভাবে প্রস্তুত কি না তা নিয়েও চিন্তা করুন। আপনি আপনার কার্যক্ষমতা নিয়ে চিন্তা করুন। কারণ অনেক উদাহরণ আছে যে কেউ একজন একটা কাজে ভালো নয়, কিন্তু সেটি কে পেশা হিসেবে বেছে নিয়েছেন। সে ব্যক্তি কখনোই সফল হবেন না। ডিজাইনিং এ আপনার দক্ষতা ভালো নয় কিন্তু ফ্যাশন ডিজাইনিংকে আপনি পেশা হিসেবে বেছে নিতে চান তাহলে কিন্তু ব্যাপারটা ব্যর্থতায় রুপ নেবে। তাই আগে চিন্তা করুন কোন আইডিয়াগুলো নিয়ে আপনার বেশ ভালো দক্ষতা ও জ্ঞান আছে এবং কোন আইডিয়াগুলো এখনো নতুন এবং মানুষ আগ্রহী হবে। এরপর সেগুলো নিয়ে কাজ করার কথা ভাবা যাবে। যে কাজে স্বাচ্ছ্যন্দবোধ সবচেয়ে বেশি করবেন আইডিয়াগুলো থেকে সেটা বেছে বের করুন। আপনি যেই কাজ করতে শুধু ভালোবাসেন সেটি পছন্দ করার চাইতে যে কাজটি ভালোবাসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App