×

খেলা

চার বলে চার উইকেট নিলেন রশিদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৬ পিএম

চার বলে চার উইকেট নিলেন রশিদ

দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক টি-২০তে বোলিং করছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। ছবি: আইসিসি।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের শেষ ম্যাচে অসাধারণ নজির গড়লেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। আন্তর্জাতিক টি-২০তে দ্বিতীয় বোলার হিসেবে পরপর চার বলে চার উইকেট নিলেন তিনি।

একই রেকর্ড আগে গড়েছেন শ্রীলংকান পেসার লাসিথ মালিঙ্গা। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে দুর্দান্ত এক ওভারে পরপর চার বলে ৪ উইকেট নিয়েছিলেন মালিঙ্গা। এবার তা করে দেখালেন আফগান তারকা রশিদ খান।

লেগস্পিনার রশিদ খানের অসাধারণ পারফরম্যান্সের সুবাদে টি-২০ সিরিজের তিনটি ম্যাচেই জয় পেয়েছে আফগানিস্তান।

এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২১০ রান করে আফগানিস্তান। মাত্র ৩৬ বলে ৮১ রান করেন মোহাম্মদ নবি।

২১১ রানের টার্গেট তাড়া করতে নেমে রশিদের দাপটে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৮ রানেই থেমে যায় আয়ারল্যান্ড। রশিদ মোট পাঁচটি উইকেট নেন।

রশিদ আয়ারল্যান্ডের ইনিংসের ১৬-তম ওভারের শেষ বলে কেভিন ও’ব্রায়েনকে আউট করে প্রথম উইকেট নেন। এরপর ১৮-তম ওভারের প্রথম বলে জর্জ ডকরেল এবং দ্বিতীয় বলে শেন গেটকেটকে আউট করে হ্যাটট্রিক সম্পন্ন করেন রশিদ। তিনি পরের বলেই সিমি সিংহকে আউট করেন। পরে শেষ ওভারের দ্বিতীয় বলেও জোসুয়া লিটলকে আউট করে পঞ্চম উইকেট নেন রশিদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App