×

জাতীয়

কালকিনিতে আড়াই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:২৯ পিএম

কালকিনিতে আড়াই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

প্রতীকী ছবি

মাদারীপুরের কালকিনিতে আড়াই শতাধিক শিক্ষা-প্রতিষ্ঠানে নেই কোন শহীদ মিনার। তাই প্রতিবছর কলাগাছ, বাঁশ ও বেতপাতা দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মান করে এ সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করে আসছে। আবার অনেক প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষার্থী শহীদ মিনারের অভাবে এ দিবস অন্য জায়গায় গিয়ে পালন করছে। বিভিন্ন বিদ্যালয় সুত্রে জানাগেছে, উপজেলার ১৯৪টি প্রাথমিক বিদ্যালয়, ৩৩টি মাধ্যমিক ও ২৬টি মাদ্রাসায় শহীদ মিনার নেই। এছাড়া প্রায় ২৩টি ছোট-বড় কিন্ডার গার্ডেনেও শহীদ মিনার নেই। এতে করে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিবছর পরতে হয় মহাবিপাকে। পৌর এলাকার কাষ্টগড় ৪নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জিসান তালুকদার জানায়, আমাদের বিদ্যালয় স্থায়ী কোন শহীদ মিনার নেই। প্রতিবছর আমরা কলাগাছ দিয়ে মহীদ মিনার তৈরী করে তাতে ফুল দিয়ে ভাষা আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা চাই আমাদের বিদ্যালয় একটি স্থায়ী শহীদ মিনার করা হোক। চরলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বেবী বেগম বলেন, কালকিনি উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্থায়ী শহীদ মিনার নেই। আমরা কলাগাছ দিয়ে মহীদ মিনার তৈরী করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। বাংলাদেশ শিক্ষক সমিতি কালকিনি উপজেলা শাখার সভাপতি নিজামউদ্দিন ঢালী বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোর যখন নতুন ভবন নির্মান করা হয় তখন সাথে একটি শহীদ মিনার ধরা হলে সরকারের তেমন কোন বরাদ্দ বাড়ে বলে মনে করিনা। এ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, উপজেলার যে সকল শিক্ষা-প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই অতিদ্রুত সে সকল প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মানে পদক্ষেপ গ্রহন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App