×

পুরনো খবর

সেরা রন্ধনশিল্পী রেদওয়ান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৩৪ পিএম

সেরা রন্ধনশিল্পী রেদওয়ান
গত ২২ ফেব্রুয়ারী এটিএন বাংলায় সম্প্রচারিত হয় মিজান পাম অলিন সেরা রন্ধনশিল্পী ২০১৮ প্রতিযোগিতার জাঁকজামক পূর্ণ গ্র্যান্ড ফিনালে। রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে ‘মিজান পাম অলিন সেরা রন্ধনশিল্পী ২০১৮’ নির্বাচিত হন ঢাকার রেদওয়ান আহমেদ। তিনি বর্তমানে ঢাকার ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে ‘ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট’ এর ওপর বিবিএ করছেন। রানার আপ স্বীকৃতি লাভ করেন চট্টগ্রামের মশিউর রহমান। এ ছাড়াও, সিলেটের সোমা দেবকে পুষ্টিজ্ঞানের জন্য প্রদান করা হয় ‘অধ্যাপিকা সিদ্দিকা কবির ট্রফি’। দুই শতাধিক আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এবারের আসরের সেরা চারজন রন্ধনশিল্পী- মনির হোসেন, সোমা দেব, মশিউর রহমান এবং রেদওয়ান আহমেদ তাদের কুলিনারি মেধা, দক্ষতা, সৃজনশীলতা প্রদর্শন করেন। বিজয়ীদের জন্য ছিল ট্রফি, নগদ অর্থ, ঢাকা-দুবাই-ঢাকা এয়ার টিকিটসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App