×

জাতীয়

বোরহানউদ্দিনে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৪৯ পিএম

বোরহানউদ্দিনে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের মানববন্ধন
ভোলার বোরহানউদ্দিনের শাহে আব্দুল করিম নামে একজন বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসা না দিয়ে বের করে দেওয়াসহ মুক্তিযোদ্ধাদের কটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন ও ওই চিকিৎসেকর শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও সন্তান কমান্ড। রবিবার সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার শহীদ মিনার চত্বরে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার আহমদ উল্লাহ, গংগাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শাহে আলম প্রমূখ। এসময় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা অনেক কষ্ট করে এদেশ স্বাধীন করেছে আর এখন একজন ডা. বলেন মুক্তিযোদ্ধারা না দেশকে নষ্ট করেছে। এসব কথা তো শুধু স্বাধীনতা বিরোধীরা বলতে পারে। এসময় তারা ডা. মোবাশ্বীর হাসান লিমনের দৃষ্টান্তরমূলক শাস্তি দাবি করেন। এসময় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সাধারন সম্পাদক দীন ইসলাম রুবেল, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, সদস্য বেলায়েত হোসেন প্রমূখ। উল্লেখ্য, গত সাত দিন আগে গংগাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শাহে আলম জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে গেলে বোরহানউদ্দিন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মোবাশ্বীর হাসান লিমন ওই মুক্তিযোদ্ধার পরিচয় জেনে তাকে বলেন মুক্তিযোদ্ধারা দেশটাকে ধংষ করেছে। তার প্রতিবাদ করারয় তাকে চিকিৎসা সেবা প্রদান না করে চেম্বার থেকে বের করে দেন ওই ডাক্তার। এরপর গত ২১ ফেব্রুয়ারি সকালে ওই মুক্তিযোদ্ধা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে গেলে সেখানে চিকিৎসক না থাকায় প্রাইভেট চেম্বারে গেলে সেখানে ওই চিকিৎসক তাকে চিকিৎসা না করে অপমাণ করে চেম্বার থেকে বের করে দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App