×

খেলা

বিশ্বকাপে অজি আগ্রাসন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:০৭ পিএম

বিশ্বকাপে অজি আগ্রাসন
বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। আর মাত্র ৯৫ দিন পরই ইংল্যান্ডের মাটিতে বসছে বিশ^কাপের ১২তম আসর। ৩০ মে থেকে শুরু হয়ে জুলাইয়ের ১৪ তারিখ পর্যন্ত চলবে বিশ^কাপের আসর। দীর্ঘ ২০ বছর পর বিশ^কাপ ফিরছে ইংল্যান্ডের মাটিতে। এবারের আসরের অংশ নিচ্ছে ১০টি দল। ১৯৭৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত অনুষ্ঠিত ১১ বিশ্বকাপের আসর থেকে সর্বোচ্চ ৫টি শিরোপা জয় করেছে অজিরা। ১৯৭৫ সালে প্রথম আসরে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জেতে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৯ সালে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জিতে নেয় উইন্ডিজ। ১৯৮৩ সালের ফাইনালে ক্যারিবিয়ানদের হ্যাটট্রিক শিরোপা জয়কে নসাৎ করে দিয়ে কপিল দেবের নেতৃত্বে শিরোপা জেতে ভারত। ১৯৮৭ সালে প্রথম বিশ^কাপ শিরোপা জয় করে অস্ট্রেলিয়া। ১৯৯২ সালে শিরোপা জেতে পাকিস্তান। ১৯৯৬ সালে রানাতুঙ্গার নেতৃত্বে বিশ্বকাপ ঘরে তোলে শ্রীলঙ্কা। এরপর ১৯৯৯, ২০০৩ এবং ২০০৭ সালে ধারাবাহিকভাবে ৩ বার চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এ ছাড়াও ১৯ মার্চ, ২০১১ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটে খেলার পূর্ব পর্যন্ত দলটি একাধারে ৩৪টি খেলায় অপরাজিত ছিল। এদিন তারা পাকিস্তানের বিপক্ষে ৪ উইকেটে হেরেছিল। বিশ^কাপ ইতিহাসের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। সর্বোচ্চ সাতবার বিশ^কাপ ক্রিকেটের ফাইনালে অংশগ্রহণ করে পাঁচবার বিশ^কাপ ট্রফি জয় করে দেশটি। আনুষ্ঠানিকভাবে প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচের আয়োজন করা হয় ১৮৭৭ সালের ১৫ মার্চ, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে। মাঠটি ছিল ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। ম্যাচটি ৪৫ রানে জিতে প্রথম টেস্ট জয়ের রেকর্ড গড়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। ১৯৭১ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করে একদিনের ক্রিকেট। সেই মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়া জয়লাভ করে। এরও চার বছর পর থেকে যাত্রা শুরু হয় বিশ^কাপ ক্রিকেট টুর্নামেন্টের। ওয়ানডে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইতিহাসে প্রথমবারের মতো চারশ ঊর্ধ্ব রানের স্কোর গড়ে বিস্ময় উপহার দিয়েছিল অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ^কাপের সঙ্গে পন্টিংয়ের নামটা খুব বেশি পরিচিত। কারণ ২০০৩ ও ২০০৭ সালে টানা দুবার তার নেতৃত্বে শিরোপা জেতে অস্ট্রেলিয়া। আবার ১৯৯৯ বিশ^কাপজয়ী দলেরও সদস্য ছিলেন তিনি। সেই সঙ্গে অজিদের হয়ে একদিনের ক্রিকেটে সর্বোচ্চসংখ্যক (৩৭৫) ম্যাচ খেলেছেন পন্টিং। এই অবস্থায় বিশ্বকাপের কৌশল নিয়ে তার মন্তব্য, আমরা বিশ্বকাপে গিয়েছি মাইকেল বেভানকে ইনজুরিতে রেখে, লেম্যান নিষিদ্ধ আবার ওয়ার্ন ও গিলেস্পিকে ফিরে যেতে হয়েছে। বিশ্বকাপ পরিকল্পনামাফিক চলে এমন ধারণা দুর্লভ, তাই এই মুহূর্তে যারা দলের বাইরে আছে তাদের ফিরিয়ে আনতে হবে। তাহলে কাগজে কলমে যে কোনো দলের মতো এটা ভালো দল হবে। অস্ট্রেলিয়া এ যাবত ১১টি ওয়ানডে বিশ্বকাপের ৮৫ ম্যাচে অংশগ্রহণ করে ৬২ জয়, ২০ পরাজয়বরণ করে ও ১ টাই এবং ২ খেলায় ফলাফলবিহীন ছিল। আইসিসি ওডিআই চ্যাম্পিয়নশিপ প্রবর্তনের পর ২০০৭ সালে ৪৮ দিন ব্যতীত বাকি দিনগুলোয় শীর্ষস্থান ধরে রেখেছিল অজিরা। ১৪ জানুয়ারি, ২০১৯ পর্যন্ত আইসিসি প্রণীত র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া টেস্টে ৫ম, ওডিআইয়ে ষষ্ঠ এবং টি-টোয়েন্টিতে ৪র্থ স্থানে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App