×

বিনোদন

বইমেলায় চলচ্চিত্র বিষয়ক নতুন বই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:০৬ পিএম

বইমেলায় চলচ্চিত্র বিষয়ক নতুন বই
বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের তিন লাখ বর্গফুট আয়তনজুড়ে চলছে ‘অমর একুশে গ্রন্থমেলা-২০১৯’। ইতোমধ্যে মেলায় প্রকাশ হয়েছে সাড়ে তিন হাজারেরও বেশি নতুন বই। এর মধ্যে রয়েছে বেশ কিছু চলচ্চিত্র বিষয়ক বই। বইমেলা ঘুরে চলচ্চিত্র বিষয়ক নতুন বইয়ের খোঁজ-খবর নিয়ে এই প্রতিবেদন সাজিয়েছেন হাসান আলী চলচ্চিত্রপাঠ বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম কর্মী, লেখক-গবেষক ও চলচ্চিত্র নির্মাতা বেলায়াত হোসেন মামুনের সংগ্রহ ও সম্পাদনায় প্রকাশিত হয়েছে চলচ্চিত্র বিষয়ক গ্রন্থ ‘চলচ্চিত্রপাঠ’। বেলায়াত হোসেন মামুন বলেন, বইটি প্রথমে ২০১২ সালে মুভ্যিয়ানা ফিল্ম সোসাইটি থেকে পেপারব্যাক আকারে প্রকাশিত হয়। কিন্তু প্রথম সংস্করণের প্রায় অর্ধেক প্রবন্ধ এই সংস্করণে রাখা সম্ভব হয়নি। সেখানে নতুন প্রবন্ধ যুক্ত হয়েছে। সবদিক বিবেচনা করলে গ্রন্থটি এখন নতুনভাবেই প্রকাশিত হয়েছে। বইটির উদ্দেশ্য ছিল চলচ্চিত্র বিষয়ে পড়তে ও জানতে আগ্রহী তরুণদের হাতে সহজ ও কার্যকর একটি বই উপহার দেয়া। চলচ্চিত্রপাঠ বইটিতে চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত কালজয়ী ব্যক্তিদের প্রবন্ধের সমন্বয় ঘটানো হয়েছে। চলচ্চিত্রপ্রেমীদের জন্য বইটি এ বিষয়ে বিস্মৃত পাঠে অনুপ্রাণিত করবে। সত্যজিৎ রায়, ধীমান দাশগুপ্ত, ধীরেশ ঘোষ, পঙ্কজ পালিত, ড. ডব্লিউ এইচসহ আরো অনেকের প্রবন্ধের সমন্বিত প্রয়াস ‘চলচ্চিত্রপাঠ’। বইটির প্রচ্ছদ এঁকেছেন সব্যসাচী হাজরা। কথা প্রকাশ থেকে প্রকাশিত বইটির মূল্য ৩০০ টাকা। চলচ্চিত্র বোধিনী এবারের বইমেলায় কথা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে সাংবাদিক, লেখক বিধান রিবেরুর লেখা বই ‘চলচ্চিত্র বোধিনী’। দেবেন্দ্রনাথ ঠাকুরের সাময়িকপত্র ‘তত্ত¡বোধিনী পত্রিকা’ থেকে ‘বোধিনী’ শব্দটি নিয়ে বইটির নাম ‘চলচ্চিত্র বোধিনী’ হয়েছে। চলচ্চিত্র বোধকে শাণিত করার লক্ষ্যে বিধান রিবেরুর এই প্রয়াস। বিধান রিবেরু বলেন, বইটিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে জাতীয় চলচ্চিত্র ও তার স্বরূপ আলাপ করা হয়েছে। দ্বিতীয় ভাগে, এসেছে চলচ্চিত্র ও সাহিত্যের মিল-অমিল ও তাদের অন্তর্গত শক্তির কথা। আরো এসেছে চলচ্চিত্র সাহিত্যের কথা। সর্বশেষ, তৃতীয় ভাগে রয়েছে ইতিহাস ভ্রমণ। চলচ্চিত্র বোধিনীর লেখক বিধান রিবেরু পেশায় একজন সাংবাদিক। তবে লেখালেখি তার ভালোলাগার জায়গা। এ পর্যন্ত চলচ্চিত্র বিষয়ে তার পাঁচটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তার সর্বশেষ গ্রন্থ ‘চলচ্চিত্র বোধিনী’র প্রচ্ছদ এঁকেছেন সব্যসাচী হাজরা। বইটির মূল্য ২৫০ টাকা। মহারাজা তোমারে সেলাম সত্যজিৎ রায়ের চলচ্চিত্রকর্মের ওপর লেখক মুহাম্মাদ আলতামিশ নাবিল রচিত গবেষণাগ্রন্থ ‘মহারাজা তোমারে সেলাম’। বইটিতে মূলত সত্যজিতের চলচ্চিত্র পরিচালনার দিকটিকে আলোকপাত করা হয়েছে। বইটি প্রকাশ করেছে কবি প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম। বইটির মূল্য ১৫০ টাকা। এটিই লেখকের প্রথম বই। বইটি সম্পর্কে লেখক আলতামিশ নাবিল বলেন, ‘সত্যজিৎ রায়ের সঙ্গে আমার পরিচয় ছোটবেলায় সেই ডিডি বাংলায় হীরক রাজার দেশে দেখার মাধ্যমে। সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্রগুলো তরুণ প্রজন্মের কাছে কতদূর পৌঁছেছে তা নিয়ে আমার বিস্তর সন্দেহ আছে। বইটি লেখার মুখ্য উদ্দেশ্য, সত্যজিৎ রায়ের চলচ্চিত্র রস আস্বাদনের দিকগুলোকে এই নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।’ অন্যদিকে বাংলানামা থেকে প্রকাশ হয়েছে মঈন আব্দুল্লাহর লেখা ‘সিনেমা হলে তালা’। বইটির প্রচ্ছদ এঁকেছেন মাহী মজুমদার। বইটির মূল্য ১৫০ টাকা। এ ছাড়া বইমেলায় চলচ্চিত্রের ওপর প্রকাশিত এবং আসার অপেক্ষায় থাকা বইয়ের মধ্যে রয়েছেÑ খন্দকার মাহমুদুল হাসান রচিত ‘চলচ্চিত্র’। এটি কথাপ্রকাশ থেকে বের হয়েছে। বইটির মূল্য ১০০০ টাকা। রোদেলা প্রকাশনীর ব্যানারে এসেছে সৈয়দ নাজমুস সাকিবের বই ‘সিনেমামা’। বইটির প্রচ্ছদ এঁকেছেন আবুল ফাতাহ। মূল্য ২০০ টাকা। এর আগে ‘সিনেম্যান’ নামে চলচ্চিত্র বিষয়ে এই লেখকের আরেকটি বই প্রকাশিত হয়েছে। অন্যদিকে, শ্রাবণ প্রকাশনী থেকে বের হয়েছে রেজা ঘটকের বই ‘চলচ্চিত্রের দেশ বিদেশ’। বইটির মূল্য ৩৫০ টাকা। পাশাপাশি ‘খড়িমাটি প্রকাশনী’ থেকে সিনেমার বইয়ের মধ্যে রয়েছে- শৈবাল চৌধুরীর ‘রৌদ্রছায়ার লুকোচুরি খেলা’, অদিতি ফাল্গুনীর ‘সুইডিস আত্মার প্রতিভূ ইঙ্গমার বার্গম্যান’, জাহেদ সরওয়ারের ‘সিনেমা ও হেজিমনি’ এবং মনিরুল ইসলামের ‘ইঙ্গমার বার্গম্যান’ বইগুলো উল্লেখযোগ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App