×

জাতীয়

কাপ্তাইয়ে আ’লীগ ও অঙ্গ সংগঠনের সমাবেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৩৪ পিএম

কাপ্তাইয়ে আ’লীগ ও অঙ্গ সংগঠনের সমাবেশ
অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার দাবিতে সমাবেশ করেছে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রধানমন্ত্রীর বরাবর একটি আবেদন পত্র জমাদেন তারা। আজ রবিবার ২৪ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার সময়। এর আগে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, মহিলা লীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা একটি প্রতিবাদ সভা করেন, এসময় বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, কাপ্তাই উপজেলা আলীগ সভাপতি অংসুছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক থোয়াইচিং মং, বিউবো শ্রমিক লীগ সিবিএ সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, সভাপতি মীর মোহাম্মদ মহসিন, কাপ্তাই উপজেলা মহিলা আ’লীগ সভানেত্রী মনোয়ারা জাহান, সাধারণ সম্পাদিকা রিতা আলম, উপজেলা যুবলীগ সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফজলুল কাদের মানিক, সাধারণ সম্পাদক একরামুল হক, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এমএ নুর উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক এআরলিমন, কাপ্তাই উপজেলা যুব মহিলা লীগ সভাপতি আয়েশা সিদ্দিকা, সাধারণ সম্পাদক মিলি বেগম প্রমুখ। এসময় বক্তারা বলেন, গত ২২ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে জেএসএস সশস্ত্র ক্যাডার চাথোয়াইপ্রু মারমার নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী চাকুয়া পাড়া এসে সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কাজ বন্ধ করে দেয় এবং কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরীর বাড়িতে হামলা চালানোর হুমকি প্রদান করেন, এছাড়াও একইদিন রাত ৮ ঘটিকার সময় রাইখালী ইউনিয়ন যুবলীগ নেতা সবুজ মারমা ও ছাত্রলীগ নেতা সাইমং এর বাড়িতে হামলা চালিয়ে যুবলীগ নেতা সবুজের বৃদ্ধ মাকে হত্যার হুমকি প্রদান করে হত্যার উদ্দেশ্যে সবুজকে খুজতে থাকে। এসব ঘটনায় উক্ত এলাকার জনমনে ভীতির সঞ্চার হয়। যার ফলে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। যৌথ বাহিনীর অভিযান পরিচালনার মাধ্যমে পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনার মাধ্যমে পাহাড়ে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার দাবি কাপ্তাই এলাকার সর্বস্তরের জনগনের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App