×

জাতীয়

২৮১ পৌরসভার কাজে ব্যয় বাড়ার আশঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১৪ পিএম

২৮১ পৌরসভার কাজে  ব্যয় বাড়ার আশঙ্কা
দেশের সব পৌরসভায় বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়ে তা লোকবলের অভাবে বাস্তবায়নে হিমশিম খাচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সংস্থাটির অধীনে সারা দেশে ২৮১টি পৌরসভার সড়ক নির্মাণ, পুনর্নির্মাণ, ব্রিজ, কালভার্ট নির্মাণ, ড্রেন নির্মাণ ও পুনর্নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে গত বছরের শুরুর দিকে। ৩ বছর মেয়াদি এ প্রকল্পের ব্যয় ধরা হয় ৩৪৬৫ কোটি ৫০ লাখ টাকা। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি শেষ না হলে ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে সরকারের উন্নয়ন যাত্রাও হোঁচট খাবে। অভিজ্ঞ মহল মনে করে, এলজিইডির অধিকাংশ প্রকল্পের মেয়াদ শেষ হলেও আশানুরূপভাবে কাজ শেষ হয়নি। তাই সরকারের উচ্চ পর্যায়ের নজরদারি বাড়িয়ে দক্ষ প্রকৌশলী নিয়োগের মাধ্যমে নির্ধারিত সময়ে কাজ শেষ করার ওপর জোর দেয়া প্রয়োজন। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব উন্নয়ন মেজবাহ উদ্দিন ভোরের কাগজকে বলেন, সরকারের সব প্রকল্পই জনগুরুত্বপূর্ণ। সরকারের সদিচ্ছার অভাব নেই। তবে লোকবলের কিছু ঘাটতি রয়েছে। তা নিয়োগের প্রক্রিয়াও চলমান। লোকবল পেলেই সময়মতো প্রত্যেকটি প্রকল্পের কাজ শেষ হবে। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ২৮১টি পৌরসভার ৭০ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে। নগর উন্নয়ন অবকাঠামোর কাজ ঢাকা বিভাগে চলমান। বাকি বিভাগগুলোতে পর্যায়ক্রমে কাজ আরম্ভ হবে। কিশোরগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি জানান, জেলার কটিয়াদী পৌরসভা তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হওয়ায় বর্তমান অর্থবছরে উন্নয়নমূলক কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সরকারের জলবায়ু প্রকল্প থেকে তিন কোটি টাকা বরাদ্দ পেয়ে কটিয়াদী সদরের বিভিন্ন রাস্তার পাশে নতুন ড্রেন নির্মাণ এবং পুরনো ড্রেন ভেঙে নতুন করে নির্মাণ কাজসহ রাস্তাঘাটের ব্যাপক উন্নতি হচ্ছে। কটিয়াদী পৌর সদরের কলেজ রোড, বাসস্ট্যান্ড, উপজেলা রোড, হাসপাতাল রোড, পুরনো বাজার, পাটপট্টি এলাকাসহ সব রাস্তাঘাট এবং ইতোমধ্যে বাজারের ভেতর ঘোষপট্টির রাস্তা নির্মাণ করা হয়েছে। কটিয়াদী পৌরসভার প্রকৌশলী মিজানুর রহমান জানান, নগর উন্নয়ন প্রকল্প থেকে কটিয়াদী পৌরসভা দুই কোটি টাকা বরাদ্দ পেয়েছে এবং আরো ছয় কোটি টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে দুই কোটি টাকার বরাদ্দ থেকে পৌর সদরের সচরাচর রোডের কাজ শুরু হয়ে ষাট ভাগ শেষ হয়েছে। কটিয়াদী পৌরসভার মেয়র শওকত উসমান বলেন, বর্তমান সরকারের আমলে অবহেলিত কটিয়াদী পৌরসভায় ব্যাপক উন্নয়ন কাজ চলছে। তিনি বলেন, কটিয়াদী পৌর এলাকার বীরনোয়াকন্দি, বোয়ালিয়া, বাগরাইট, বেথইর, ভোগপাড়া, তেলিচারা, ভরারদিয়া, চরিয়াকোনা, কামারকোনা, দড়ি চরিয়াকোনা, মসল্লা, কমরভোগ, হালুয়াপাড়া গ্রামসহ ৯টি ওয়ার্ডে প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। এলাকাবাসী জানান, চলতি বছরের মধ্যে কটিয়াদী পৌরসভা জনগণের চলাফেরার জন্য একটি আধুনিক পৌরসভায় রূপান্তরিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App