×

জাতীয়

চকবাজারে অগ্নিদগ্ধদের রক্ত দেবে কোয়ান্টাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০২:২০ পিএম

চকবাজারে অগ্নিদগ্ধদের রক্ত দেবে কোয়ান্টাম
পুরান ঢাকার চকবাজার চুড়িহাট্টায় আগুনে দগ্ধ রোগীদের প্রয়োজনীয় রক্ত সরবরাহ করবে কোয়ান্টাম ফাউন্ডেশন। বুধবার রাতে পুরান ঢাকার এ অগ্নিকাণ্ডে গতকাল বিকেল পর্যন্ত মৃতের সংখ্যা ৭৮ ছাড়িয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অসংখ্য মানুষ। আগুনে পোড়া রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় রক্তের পাশাপাশি রক্তের উপাদান ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বা এফএফপি এ সময় খুবই প্রয়োজন।

কোয়ান্টাম ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিকিৎসাধীন দগ্ধ রোগীদের রক্ত সরবরাহের জন্য কোয়ান্টাম ল্যাব এবং কর্মীরা রক্তের চাহিদা মেটাতে ২৪ ঘণ্টার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। (যোগাযোগ : ড. মনিরুজ্জামান, কো-অর্ডিনেটর, স্বেচ্ছা রক্তদান কার্যক্রম, মোবাইল : ০১৮৪৮৩৬৬৬৬৫)। একই সঙ্গে অগ্নিকাণ্ড দুর্ঘটনায় আহতদের সেবায় সুস্থ সামর্থ্যবান মানুষদের শান্তিনগরে কোয়ান্টাম ল্যাবে এসে রক্তদানের মাধ্যমে মানবতার কল্যাণে অংশ নেয়ার আহবান জানিয়েছে কোয়ান্টার ফাউন্ডেশন। বিজ্ঞপ্তি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App