×

বিনোদন

গুণী মানুষের জীবনী ভালো লাগে-দীপা খন্দকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪০ পিএম

গুণী মানুষের জীবনী ভালো লাগে-দীপা খন্দকার

ফেব্রুয়ারির বইমেলা বাঙালির প্রাণের মেলা। নতুন বইয়ের ঘ্রাণে যেন মনের মধ্যে অন্যরকম এক ভালোলাগা কাজ করে। অভিনেত্রী দীপা খন্দকার জানালেন বইকে ঘিরে তার আবেগ-অনুভূতির কথা

প্রথম বইয়ের স্মৃতি কবে প্রথম বই পড়া শুরু করি তা মনে নেই। কিন্তু পাঠ্যপুস্তকের বাইরে প্রথম পড়েছিলাম রকিব হাসানের ‘তিন গোয়েন্দা’। আমার কাজ ছিল স্কুল থেকে ফিরে টিভিতে ‘ঠাকুমার ঝুলি’ দেখা আর সুযোগ পেলেই ‘তিন গোয়েন্দা’ পড়া। তারপর যখন সিক্স কিংবা ক্লাস সেভেনে পড়ি- বান্ধবীর কাছ থেকে পেয়েছিলাম সমরেশ মজুমদারের একখানা উপন্যাস। সম্ভবত তা ছিল ‘জোছনায় বরষার মেঘ’। তারপর নিজ আগ্রহে পড়তে পড়তে বইপোকায় পরিণত হই। কবিতার বই এক সময় কবিতা পড়তে ভালো লাগত। এখন আর খুব বেশি কবিতা পড়া হয় না। একটা সময় গানের মতো কবিতার প্রেমে পড়েছিলাম। কলেজে নির্মলেন্দু গুণের কবিতা পড়তাম। আল মাহমুদের কবিতা পড়তাম। তারপর হেলাল হাফিজ-সুনীল গঙ্গোপাধ্যায়-রবীন্দ্রনাথের কবিতা পড়েছি। তাদের মতো গুণী মানুষজনের কবিতা পড়তে খুব ভালো লাগত। গল্প-উপন্যাস আমার প্রিয় লেখকদের মধ্যে সমরেশ মজুমদার সবচেয়ে প্রিয়। তার লেখা উপন্যাস আমাকে চুম্বকের মতো টানে। তার ‘কালবেলা’ ‘সাতকাহন’ ‘গর্ভধারিণী’ এই বইগুলো খুবই প্রিয়। এক সময় হুমায়ূন আহমেদ, মুহম্মদ জাফর ইকবাল; তাদের বই পড়তাম। হুমায়ূন আহমেদের ‘কাঠপেন্সিল’ ‘জোছনা ও জননীর গল্প’ উল্লেখ করার মতো দুটো বই। সাম্প্রতিক পড়াশোনা ইদানীং গল্প-উপন্যাসের চাইতে আত্মজীবনী বেশি পড়ি। গুণী মানুষের জীবনী পড়তে ভালো লাগে। বিশ্বের শ্রেষ্ঠ মনীষীদের জীবন সম্বন্ধে জানার কৌত‚হল ছিল অনেকদিন ধরে। এবার তা শুরু করেছি। কিছুদিন হলো মহাত্মা গান্ধীর আত্মজীবনী পড়েছি, মাশরাফিকে নিয়ে জীবনীগ্রন্থ ‘মাশরাফি’ পড়েছি। যদিও পুরোপুরিভাবে অভিনয়ে জড়ানোর পর বই পড়ার সময় কম পাই। অমর একুশে গ্রন্থমেলা আমার কাছে বইমেলা হলো উৎসবের মতো। বইমেলা আসলে দিন গুনি কবে বইমেলায় যাবো। সব সময়ের মতো এবারো বইমেলাতে গিয়েছি। এতো ভিড় থাকা সত্তে¡ও মেলায় ঘুরে বেড়াতে স্বস্তি। এবার মেলা থেকে জওহরলাল নেহরুর ‘আত্মচরিত’ বইটা কিনেছি। গত দুই দিন হলো পড়া শুরু করেছি।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App