×

খেলা

কিউই টেস্ট দল ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪৭ পিএম

কিউই টেস্ট দল ঘোষণা
ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। যেখানে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা। এবার অপেক্ষা টেস্ট লড়াইয়ের। দুদলের মধ্যকার ৩ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ২৮ ফেব্রুয়ারি। পরের টেস্ট আগামী ৮ থেকে ১২ মার্চ। আর সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচ হবে ১৬ থেকে ২০ মার্চ। আসন্ন এই টেস্ট সিরিজকে সামনে রেখে গতকাল দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে বিশ্রামে থাকা কেন উইলিয়ামসন খেলবেন টেস্টে। তাকে অধিনায়ক করে ঘোষিত ১৩ সদস্যের টেস্ট দলে চমক রয়েছে একটি। দীর্ঘদিন পর নিউজিল্যান্ড জাতীয় দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার টড অ্যাস্টল। তার ফেরায় বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। গত বছরের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এজাজ প্যাটেলের টেস্ট অভিষেক হয়। অভিষেক টেস্টেই তিনি নেন ৫৯ রানে ৫ উইকেট। তবে এরপর বল হাতে আর ঝলক দেখাতে পারেননি এই বাঁহাতি স্পিনার। পরের ৪ টেস্টে তিনি শিকার করেন মাত্র ৬ উইকেট। যে কারণে এজাজ প্যাটেলের বাদ পড়াটা অনেকটা নিশ্চিতই ছিল। অপরদিকে তার পরিবর্তে দলে ডাক পাওয়া লেগ স্পিনার টড অ্যাস্টলের টেস্ট অভিষেক হয় ২০১২ সালে। তবে প্রায় ৭ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র ৩টি টেস্ট খেলেছেন তিনি। এ ছাড়া ইনজুরির কারণে বাদ পড়েছেন আরেক স্পিনার মিচেল স্যান্টনার। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের নির্বাচকদের মুখপাত্র গ্যাভিন লারসেন বলেন, স্কোয়াড কেমন হবে তা আমরা অনেক আগেই ঠিক করে রেখেছিলাম। তবে একটা বিষয়ে চিন্তা ছিল। দলে মূল স্পিনার হিসেবে কাকে রাখা হবে তা নিয়ে আমরা ভাবছিলাম। কন্ডিশন এবং ইনজুরি সমস্যার কথা বিবেচনা করে শেষ পর্যন্ত অ্যাস্টলকে দলে রেখেছি। এ সময় তিনি আরো জানান, আমরা ভাগ্যবান। কারণ আমাদের দলে বেশ কয়েকজন মানসম্মত স্পিনার রয়েছে। টাইগারদের বিপক্ষে কিউইদের টেস্ট দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, টম লাথাম, ম্যাট হেনরি, জিত রাভাল, হেনরি নিকলস, টিম সাউদি, রস টেইলর, নেইল ওয়াগনার, উইল ইয়ং ও বিজে ওয়াটলিং।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App