×

খেলা

এবারো বিশ্বকাপ ফাইনাল লর্ডসে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪০ পিএম

এবারো বিশ্বকাপ ফাইনাল লর্ডসে
ক্রিকেট বিশ্বকাপের আগের এগারো আসরের মধ্যে ইংল্যান্ডেই হয়েছে সর্বোচ্চ চারটি আসর। আর এসব আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। এবারো ৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত ১২তম ক্রিকেট বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে ইংল্যান্ড এবং ওয়েলসে। আগের মতো এবারের আসরের ফাইনালও হবে হোম অব ক্রিকেট খ্যাত লর্ডস স্টেডিয়ামে। প্রায় ৩০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন লর্ডসের প্রতিষ্ঠাকাল ২০০ বছর আগে। ১৮১৪ সালে এটি প্রতিষ্ঠিত হয়। লন্ডনের সেন্ট জোনসে এটি অবস্থিত। সাবেক ইংলিশ ক্রিকেটার থমাস লর্ডসের নামানুসারে এ স্টেডিয়ামের নাম রাখা হয় লর্ডস। ১৯৭৫ সালে ইংল্যান্ডে ক্রিকেট বিশ^কাপের প্রথম আসর বসেছিল। লর্ডসে ওই আসরের ফাইনালে অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে প্রথম বিশ^কাপের শিরোপা জেতার গৌরব অর্জন করে ওয়েস্ট ইন্ডিজ। ওই ম্যাচে ১০২ রানের জমকালো ইনিংস খেলেছিলেন ক্যারিবীয় অধিনায়ক ক্লাইভ লয়েড। ৮৫ বলে ১২ চার এবং দুই ছয়ে সাজানো ছিল তার ইনিংসটি। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন ইয়ান চ্যাপেল। বিশ্বকাপের প্রথম আসরে কাউকে টুর্নামেন্ট সেরার পুরস্কার দেয়া হয়নি। এর পরের আসরও বসেছিল ইংল্যান্ডে। সেবারো ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ এবং সেই আগের আসরের ফাইনাল অনুষ্ঠিত হওয়া মাঠ লর্ডস ক্রিকেট স্টেডিয়াম। তবে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার পরিবর্তে স্বাগতিক ইংল্যান্ড। ইংলিশদের ৯২ রানে হারায় ক্যারিবীয়রা। এ ম্যাচে উইন্ডিজের হয়ে সেঞ্চুরি করেন স্যার ভিভ রিচার্ডস। তিনি খেলেন ১৩৮ রানের ইনিংস। ১৯৮৩ সালে প্রথমবারের মতো ইংল্যান্ড এবং ওয়েলসের যৌথ আয়োজনে ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয়। পূর্বের আসরগুলোর মতো সেবারও ফাইনালে ওঠে উইন্ডিজ। প্রতিপক্ষ ভারত। ঐতিহাসিক লর্ডসের ফাইনালে প্রথম দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে শিরোপা জেতে ভারত। এরপর তিন আসর বিরতি দিয়ে ১৯৯৯ সালে ফের ব্রিটেনে বিশ^কাপ আয়োজন করা হয়। তবে এবার আয়োজক হয় ব্রিটেনের চার দেশ এবং নেদারল্যান্ডস। ফাইনাল হয় যথারীতি লর্ডসে। ওই আসরের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারায় পাকিস্তান, ক্রিকেট ইতিহাসে জেতা হয় পাকিস্তানের প্রথম শিরোপা। চার আসর পর ফের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইংল্যান্ডে। ওয়েলস এবং ইংল্যান্ডের যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App