×

খেলা

এক ইনিংসে পাঁচ রেকর্ড আফগানিস্তানের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪৬ পিএম

এক ইনিংসে পাঁচ রেকর্ড আফগানিস্তানের

আফগানদের বিশ্ব রেকর্ড। ছবি: সংগৃহীত

চলছে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের পূর্ণাঙ্গ সিরিজ। বেশ কয়েকবছর ধরেই ভারতের দেরাদুনের রাজিব গান্ধী স্টেডিয়ামটিতে নিজেদের হোম ভেন্যু হিসেবে খেলছে যুদ্ধবিধ্বস্ত দেশটি।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাঁচ উইকেটের জয় পেয়েছিল আফগানিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচে শনিবার টস জেতার পর ব্যাট করতে নামে আফগানরা।

ব্যাট হাতে দুর্দান্ত সূচনা করেন হজরতউল্লাহ জাজাই ও উসমান গনি। আইরিশ বোলারদের চার-ছক্কার বন্যায় ভাসিয়ে দেন দুই ওপেনার। ২৩৬ রানের ভাঙে এই জুটি। যা আন্তর্জাতিক টো-টোয়েন্টিতে সর্বোচ্চ জুটি।

কয়েকদিন আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকায় ডায়নামাইটসের হয়ে মাঠ মাতিয়েছেন ২০ বছর বয়সী জাজাই।

গেল বছরের অক্টোবরে নিজের ‘আইকন’ ক্রিস গেইলের বিপক্ষে ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে শিরোনামে চলে আসা এই ওপেনার আজ গড়েছেন বিশ্ব রেকর্ড।

আইরিশদের বিপক্ষে মাত্র ৪২ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। যা ছোট ফরম্যাটের আন্তর্জাতিক ম্যাচের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।

বাংলাদেশের বিপক্ষে ২০১৭ সালের অক্টোবরে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি তুলে নিয়ে রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। দুই মাস পর শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলেই সেঞ্চুরি তুলে মিলারের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন ভারতের রোহিত শর্মা। দ্রুততম সেঞ্চুরির তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার রিচার্ড লেভি। নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসটি খেলেছিলেন ২০১২ সালে।

এদিকে ক্যারিয়ারের পঞ্চম টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরিটি তুলে নিয়ে জাজাই ছিলেন অপরাজিত। ১৬টি ছয় ও ১১টি চারের এই ইনিংসটিতে ৬২ বল খেলে করেছেন ১৬২ রান।

১৬টি ছয় মেরে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও গড়েছেন আফগান তরুণ। এর আগে ২০১৩ সালে অ্যারন ফিঞ্চ ১০টি ছক্কার একটি ইনিংস খেলেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে।

২০১৮ সালে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিঞ্চ করেছিলেন আরেকটি বিশ্ব রেকর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে ৭৬ বলে ১৭২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। জাজাইয়ের আজকের ইনিংসটি হচ্ছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

আয়ারল্যান্ডের বিপক্ষে এদিন নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করে আফগানিস্তান। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। এর আগে ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটে ২৬৩ রান ছিল টি-টোয়েন্টির সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App