×

জাতীয়

২৪ দিনেই বিধবা হলেন স্মৃতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪০ পিএম

২৪ দিনেই বিধবা হলেন স্মৃতি
গত ২৮ জানুয়ারি ধুমধাম করে বিয়ে হয়েছিল আফরুজা সুলতানা স্মৃতির (২৪)। হাজারো নতুন স্বপ্ন চোখের পাতায় এঁকে নিয়ে শুরু করেছিলেন নতুন সংসার। কিন্তু গত বুধবার রাতের আচমকা আগুনে সেই স্বপ্ন ছাই হয়ে যায় স্মৃতির। চকবাজারে পাগলের মতো বিলাপ করছিলেন স্মৃতির বাবা আবুল খায়ের। জানালেন, ভালোই চলছিল মেয়ের নতুন সংসার। আচমকা আগুনে জামাতা মাহবুর রহমান রাজু ও তার ছোট ভাই মাসুদ রানা পুড়ে অঙ্গার হয়। ‘এই ছিল কপালে! কত আয়োজন করে বন্ধু সাহেব উল্লাহর ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস মাস না যেতেই মা (মেয়ে) আমার বিধবা হলো। ওর সামনে আমি কী করে দাঁড়াব, আল্লায় আমারে এ কি শাস্তি দিল রে’- ঠিক এভাবেই বিলাপ করছিলেন স্মৃতির বাবা আবুল খায়ের। চকবাজারেই কাপড়ের ব্যবসা করেন আবুল খায়ের। দেখেশুনেই মেয়েকে রাজুর সঙ্গে বিয়ে দিয়েছিলেন। তিনি বলেন, আগুনের খবর মোবাইলে পেয়ে ছুটে আসি। কিন্তু দোকানের কাছেই যেতে পারিনি। পরে শুনেছি ওরা আগুনের ভয়ে দোকানের শাটার বন্ধ করে দিয়েছিল। আর বের হতে পারেনি। ওখানেই ওরা...! বলতে বলতে দুহাতে নিজের মাথাটা চেপে ধরে মাটিতে বসে পড়েন তিনি। অন্যদিকে রানা রাজুর বাবা ঢামেক হাসপাতালের মর্গের সামনে পাগলের মতো আহাজারি করে বলছিলেন, ‘আমার ২টা ছেলে চলে গেল একলগে আমারে একলা কইরা, আমি বাঁচুম কী লইয়া। আল্লাহরে আমারেও লইয়া যাও তুমি’। সঙ্গে আসা রাজুর প্রতিবেশী নিজাম উদ্দিন বলেন, ‘নিজের ছেলের মতো ওদের ভালোবাসি। পরিশ্রমী ছেলে দুটা এভাবে মারা যাবে ভাবতে পারছি না। বন্ধু আমার ব্যবসা করত এখন বয়স হয়েছে। রানা রাজুই ছিল উপার্জনক্ষম। ছেলে দুটা মরে যাওয়ায় বন্ধুর বেঁচে থাকার মেরুদণ্ডই ভেঙে গেল।’ রাজুর মরদেহের সিরিয়াল ৪০ আর রানার ১২।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App