×

আন্তর্জাতিক

পাকিস্তানে আকস্মিক বন্যায় ২৬ জনের প্রাণহানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:০৯ পিএম

পাকিস্তানে আকস্মিক বন্যায় ২৬ জনের প্রাণহানি
পাকিস্তানে আকস্মিক বন্যা ও ভবন ধসে শিশু ও নারীসহ অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিভিন্ন শহরে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হওয়া বন্যা ও ভবন ধসের ঘটনায় তাদের মৃত্যু হয়। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, এ প্রাকৃতিক দুর্যোগে দেশটির খাইবার-পাখতুনখোয়া প্রদেশে মৃত্যু হয়েছে ১০ জনের। দির শহরে ভূমি ও ভবন ধসের ঘটনায় দুই শিশু ও এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। আরও বলা হয়েছে, লায়াহ ভ্যালিতে ধসের ঘটনায় এক শিশুর মৃত্যু হয়। সেইসঙ্গে এ ঘটনায় আরও দুইজন আহত হন। অন্যদিকে, পাঞ্জাবের মুলতান শহরের একটি ভবনের ছাদ ধসে তিন শিশুসহ চারজন নিহত ও একজন আহত হয়েছেন। উদ্ধারকারীরা লাসবেলার প্লাবিত অংশ থেকে সাধারণ মানুষকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মূলত পাঞ্জাব, বেলুচিস্তান, খাইবার-পাখতুনখোয়া ও গিলগিট-বালিতিস্তান প্রদেশে ভারী বৃষ্টি ও তুষারপাত দেখা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App