×

খেলা

কাফুর বিশ্বাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৪৬ পিএম

কাফুর বিশ্বাস
ইনজুরি যেন ফরাসি ক্লাব পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের জীবনের অবিচ্ছেদ্য এক অংশ হয়ে দাঁড়িয়েছে। গত বছরের শুরুর দিকে ইনজুরিতে পড়েছিলেন তিনি। যে কারণে তাকে মাঠের বাইরে থাকতে হয়েছিল প্রায় দুই মাসেরও বেশি সময়। চলতি মৌসুমে আবারো একই সমস্যার সম্মুখীন হলেন নেইমার। ইনজুরির কারণে প্রায় ১০ সপ্তাহের জন্য ছিটকে পড়েছেন তিনি। পিএসজির হয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে নেইমারের খেলতে না পারাটা একপ্রকার নিশ্চিত। এমনকি দল কোয়ার্টার ফাইনালে উঠলেও নেইমার খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। যা পিএসজি ভক্তদের জন্য অনেক বড় দুঃসংবাদ। তবে সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার কাফু বলছেন ভিন্ন কথা। নেইমারকে ছাড়াই পিএসজির চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার সামর্থ্য রয়েছে বলে বিশ্বাস করেন তিনি। এক সাক্ষাৎকারে ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু বলেন, নিঃসন্দেহে নেইমার পিএসজির সেরা খেলোয়াড়। ইনজুরির কারণে তার মাঠের বাইরে ছিটকে যাওয়াটা দলটির জন্য হতাশার। তবে আমি বিশ্বাস করি, নেইমারকে ছাড়াই পিএসজি অনেক ভালো দল। এ সময় তিনি আরো বলেন, যে দলগুলো চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে উঠেছে তাদের প্রত্যেকেরই শিরোপা জয়ের সামর্থ্য আছে। এরপর কাফু যোগ করেন, অবশ্যই পিএসজি নেইমারের অভাব বোধ করেছে এবং পরবর্তী ম্যাচগুলোতেও করবে। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে তারা যেভাবে খেলেছে সেটা প্রমাণ করে যে, নেইমারকে ছাড়াই পিএসজি যথেষ্ট শক্তিশালী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App