×

বিনোদন

মাতৃভাষা দিবসে চঞ্চলের গান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৩৩ পিএম

মাতৃভাষা দিবসে চঞ্চলের গান
৫২’র ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান গাইলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। হারমোনিয়াম বাজিয়ে তিনি কণ্ঠে তোলেন ‘দাম দিয়ে কিনেছি বাংলা’ গানটি। বুধবার চঞ্চল চৌধুরী তার ফেসবুকে এমন একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি গেয়ে শোনান আবদুল লতিফের গাওয়া ওই গানের কিছু অংশ। চঞ্চলের গাওয়া গানের ভিডিও ধারণ করেন তার ছেলে শৈশব রোদ্দুর শুদ্ধ। এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ দুপুরে খাওয়া শেষে ছেলে শুদ্ধর কাছে জানতে চাইলাম, মাতৃভাষা দিবস সম্পর্কে সে কি জানে। ওর মুখে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের বেশ কিছু কথা শুনলাম। এ সময় মনে হলো, ছেলেকে একটি গান গেয়ে শোনাই। তাই হারমোনিয়াম বাজিয়ে গানটি গাইলাম। চঞ্চল আরও বলেন, আমি যখন গান শুরু করলাম। দেখলাম, শুদ্ধ তা ভিডিও করছে। ছেলের করা ভিডিওটি দেখে আমারও ভালো লেগেছে। তাই তা ফেসবুকে প্রকাশ করলাম। চঞ্চল চৌধুরী ব্যস্ত আছেন নাটকের শুটিং নিয়ে। তবে আগামীকাল পুরো সময়টা তিনি পরিবারের সঙ্গেই কাটাবেন বলে জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App