×

খেলা

বিশ্বকাপের ৯ হ্যাটট্রিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০২:২২ পিএম

বিশ্বকাপের ৯ হ্যাটট্রিক
এ বছর ‘মে’ মাসে ইংল্যান্ড এবং ওয়েলসে বসতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসর। এর মধ্যেই শুরু হয়ে গেছে তার ক্ষণ গণনা। এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহের শেষ নেই। কবে শুরু হবে বিশ্বকাপ! কবে আসবে সেই আনন্দঘন মুহূর্ত- এমন ভাবনায় সরব তারা। এবারের আসরে কারা বাজিমাত করবে তার হিসাব-নিকাশের পাশাপাশি আগের আসরগুলোতে রেকর্ড সৃষ্টিকারীদের প্রতিও মনোযোগ রাখছেন তারা। চলুন জেনে নেয়া যাক বিশ্বকাপের আগের আসরগুলোর হ্যাটট্রিক সম্পর্কে। বিশ্বকাপের ১১টি আসরে এখন পর্যন্ত মোট ৯টি হ্যাটট্রিক হয়েছে। যেখানে দুটি হ্যাটট্রিকই করেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। সর্বপ্রথম হ্যাটট্রিক করেন ভারতীয় ক্রিকেটার চেতান শর্মা। সর্বশেষ হ্যাটট্রিক করেন প্রোটিয়া ক্রিকেটার জেপি ডুমিনি। বিশ^কাপের প্রথম তিন আসরে কোনো হ্যাটট্রিক দেখেনি ক্রিকেটপ্রেমীরা। তিন আসর পর ১৯৮৭ সালে চতুর্থ আসরে নিউজিল্যান্ডের বিপক্ষে দর্শকদের প্রথম হ্যাটট্রিক উপহার দেন ভারতীয় অলরাউন্ডার চেতান শর্মা। টানা তিন বলে তিনি কিউই তিন ব্যাটসম্যান- কেন রাদারফোর্ড, ইয়ান স্মিথ এবং ইউয়েন চাটফিল্ডকে বোল্ড করেন। এর মাধ্যমে বলতে গেলে চেতান শর্মা নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান। বিশ্বকাপের হ্যাটট্রিকের কথা এলে এখন সবার আগে তার নামটিই উচ্চারিত হয়। ১৯৮৭ সালের বিশ্বকাপের পর দুই আসরে হ্যাটট্রিক নেই, ১৯৯৯ সালে ইংল্যান্ডের ওভালে টুর্নামেন্টের দ্বিতীয় হ্যাটট্রিক করেন পাকিস্তানের সাকলাইন মোশতাক। এ হ্যাটট্রিকটি হয় জিম্বাবুয়ের বিপক্ষে। ২০০৩ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো দুটো হ্যাটট্রিক হয়। এগুলো আসে লঙ্কান বোলার চামিন্দা ভাস ও ব্রেট লির বল থেকে। চামিন্দা ভাস টুর্নামেন্টের ১০ম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টানা তিন বলে তিন উইকেট পান। বাংলাদেশ ইনিংসের শুরুতে বল করতে আসেন লঙ্কান এ ক্রিকেটার। প্রথম বলে তিনি টাইগার ওপেনার হান্নান সরকারকে বোল্ড করেন। চামিন্দার দ্বিতীয় বলে ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আল শাহারিয়ার। তৃতীয় বলে মোহাম্মদ আশরাফুলের ক্যাচ চামিন্দা নিজেই ধরেন। এরপর ২০০৭ সালে হ্যাটট্রিক করেন লাসিথ মালিঙ্গা। সুপার আটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের প্রথম হ্যাটট্রিক করেন তিনি। ২০১১ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে কেনিয়ার বিপক্ষে মালিঙ্গা নিজের দ্বিতীয় হ্যাটট্রিক আদায় করে নেন। এবার তন্ময় মিশ্রাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে পরের দুই বলে তিনি যথাক্রমে পিটার অঙ্গনডো ও শেম এনগোছেকে বোল্ড করেন। এর আগে একই আসরে নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাটট্রিক করেন উইন্ডিজ পেসার কেমার রোচ। সর্বশেষ ২০১৫ সালে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপেও দুটো হ্যাটট্রিক হয়। ওই আসরে প্রথম হ্যাটট্রিক করেন ইংলিশ বোলার স্টিভেন ফিন। এটি হয় স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেন জেপি ডুমিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App