×

জাতীয়

রাজধানীতে গ্যাস সরবরাহ স্বাভাবিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:১৩ পিএম

মেট্রোরেলের কাজ, গ্যাসের ভাল্ব প্রতিস্থাপন এবং লিকেজ মেরামতের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল। তবে নির্দিষ্ট সময় পর এখন রাজধানীতে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা সম্পূর্ণ বন্ধ থাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এ কারণে ঘোষিত এলাকার আশপাশেও গ্যাস সরবরাহ কম বা চাপ অল্প ছিল। তবে এখন তা স্বাভাবিক হয়েছে। গ্যাসের সরবরাহ পাচ্ছে রাজধানীবাসী।

সকাল ৬টা নাগাদ সংস্কারকাজ শেষে রাজধানীর ডেমরা এবং আমিনবাজার সিটি গেট স্টেশন দিয়ে গ্যাস সরবরাহ শুরু করে তিতাস গ্যাস বিতরণ কর্তৃপক্ষ।

গ্রাহকরা এখন গ্যাসের স্বাভাবিক চাপ পাচ্ছে জানিয়ে তিতাস গ্যাসের পরিচালক (অপারেশন) কামরুজ্জামান খান জানান, রাতেই সংস্কারকাজ শেষ হয়েছে। সকালে পূর্বনির্ধারিত সময়ে গ্যাসের সরবরাহ শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App