×

জাতীয়

রাজধানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ: ১০ হাজার একর জমি উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫২ পিএম

রাজধানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ: ১০ হাজার একর জমি উদ্ধার

ভাষানটেক এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। এ সময় ভাষানটেক, দামালকোর্ট, কলেজেরটেক, নিরব রোড, সৌখিন রোড এলাকায় প্রায় দশ হাজার একর জমি থেকে প্রায় ৫ হাজার খুপরি ঘর ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুইদিনের এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জাতীয় গৃহায়নের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজিম উর রহমান।

ম্যাজিস্ট্রেট মো. তাজিম উর রহমান বাংলানিউজকে বলেন, ‘অলমোস্ট ডান’। প্রায় দশ হাজার একর জমি থেকে উচ্ছেদ করা হয়েছে। সরকারি গৃহ সূচনা প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে দ্রুতই।

নিম্ন-মধ্য আয়ের পরিবারের মানুষদের মধ্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে। উচ্ছেদ অভিযানের কারণে এলাকায় মাদকের প্রভাব একটু হলেও কমে। ঠিকাদার কোম্পানিগুলোকে প্রকল্পের কাজ খুব দ্রুতই বুঝিয়ে দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App