×

খেলা

মাশরাফির বিশ্বকাপ ভাবনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১৭ পিএম

মাশরাফির বিশ্বকাপ ভাবনা
ইংল্যান্ডের মাটিতে আগামী মে মাস থেকে শুরু হবে জমজমাট ওয়ানডে বিশ্বকাপ। তাই মাশরাফি বাহিনীর হাতে খুব বেশি সময় নেই। নিউজিল্যান্ড সফরটাই টাইগার দলের জন্য শেষ প্রস্তুতি বলা যায়। কিন্তু নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল এখনো টাইগার হয়ে গর্জে উঠতে পারেনি। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই স্বাগতিকদের কাছে হেরেছে ৮ উইকেটের ব্যবধানে। যদিও নিউজিল্যান্ডের কন্ডিশন উপমহাদেশের সব দলের জন্যই কঠিন। তবে দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ টুর্নামেন্ট। এমন সময়ে দলের এই হাল হলে বিশ্বকাপের আগে কি আবার নতুন করে দল গোছাতে হবে? মাশরাফি বিন মুর্তজা এতটা চিন্তিত হওয়ার মতো কিছু দেখছেন না। বরং এই দলটির উপরই আস্থা আছে টাইগার অধিনায়কের। চলতি কিউই সফর শেষে বিশ্ব কাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। কিন্তু তার আগেই বিশ্বকাপের জন্য চ‚ড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে। ফলে ডানেডিনের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড সফরে দুই পরাজয়ের পর কাঠগড়ায় ছিল বাংলাদেশ দলের একাদশ। সহ-অধিনায়ক সাকিব আল হাসান চোটের কারণে না থাকায় একাদশ নির্ধারণে বেশ পরীক্ষা-নিরীক্ষার আশ্রয় নিতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে একাদশ পরিবর্তনের আভাস থাকলেও অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামে বাংলাদেশ, যদিও ওই ম্যাচের পরাজয় ছিল আরো শোচনীয়। ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের আগে বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে মাশরাফি বলেছেন, আয়ারল্যান্ডে আমরা বিশ্বকাপের দল নিয়ে যাব, তাই সম্ভবত বিশ^কাপের আগে এটা আমাদের শেষ ম্যাচ। আমার মনে হয় না, খুব বেশি পরিবর্তনের দরকার আছে। এই ছেলেরাই ভালো করার জন্য যথেষ্ট অভিজ্ঞ। আমার আস্থা আছে ওদের প্রতি। হয়তো আমরা যেমন চেয়েছিলাম, তেমন হয়নি। তবে এখনো একটি ম্যাচ বাকি আছে। এখান থেকে কিছু আত্মবিশ্বাস নিয়ে আমরা আয়ারল্যান্ড আর বিশ^কাপে যেতে চাই। টাইগার ওয়ানডে ক্যাপ্টেনের কথায় স্পষ্ট ইঙ্গিত, বিশ্বকাপের দলে নতুন কাউকে নিয়ে ভাবছেন না তিনি। দলের সাজানো ফরমেট ব্যর্থ হলেও তাদের ওপরই আস্থা রেখে ইংল্যান্ডে পা রাখতে চান মাশরাফি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App