×

খেলা

বিশ্বকাপে ১০ দলের ডাকনাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৫৩ পিএম

বিশ্বকাপে ১০ দলের ডাকনাম
প্রায় ৪ বছর আগের কথা। ২০১৫ সালের ২৯ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের একাদশতম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সেদিন কিউইদের ৭ উইকেটে হারিয়ে পঞ্চমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছিল অজিরা। এরপর শুরু হয় ক্রিকেটের সবচেয়ে জমজমাট ও আকর্ষণীয় টুর্নামেন্টেটির পরবর্তী আসরের পর্দার উঠার অপেক্ষার পালা। সারা বিশ্বের অগণিত ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ ৪ বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে এ বছর। আগামী ৩০ মে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশতম আসরের। সে হিসেবে বাকি আছে আর মাত্র ৯৯ দিন। এবারের বিশ্বকাপের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ এলওয়ার্থি বলেন, বিশ্বকাপের এখন আর মাত্র ৯৯ দিন বাকি। এটা সত্যিই দারুণ ব্যাপার যে কাউন্টডাউন করতে লন্ডনের ঐতিহ্যবাহী ট্রাফালগার স্কয়ারকে ব্যবহার করা হচ্ছে। এর ফলে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মনে সব সময় কাজ করবে যে বিশ্বকাপ শুরু হতে আর বেশিদিন বাকি নেই। আইসিসির অফিসিয়াল পার্টনার ‘নিসানে’র মাধ্যমে সারা বিশ্ব ঘুরে বিশ্বকাপ ট্রফি ফেরত এসেছে ইংল্যান্ডে, যা আগামী ৯৯ দিনে ঘুরবে ইংল্যান্ড এবং ওয়েলসের ১১৫টি চিহ্নিত স্থানে। বিশ^কাপ শুরুর দিন এটি আবার চলে আসবে ট্রাফালগার স্কয়ারে। আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন এ বিষয়ে বলেন, একটা বিশ্বকাপ আয়োজন করতে অনেক বছরের সাধনা এবং শ্রম দিতে হয়। নিসানের সঙ্গে বিশ্বকাপ ট্রফির সারা বিশ্ব ভ্রমণের অ্যাম্বাসেডর ছিলেন ইংলিশ ক্রিকেট দলের সাবেক অফস্পিনার গ্রায়েম সোয়ান। আসন্ন ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের আসর বসবে ইংল্যান্ড ও ওয়েলসে। মোট ১২টি ভেন্যুতে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। যেখানে মোট ম্যাচ থাকবে ৪৮টি। লন্ডনের কেনিংস্টন ওভালে হবে উদ্বোধনী ম্যাচ। ম্যাচটিতে প্রতিদ্বন্দ্বিতা করবে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দুই পরাশক্তি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এবারের বিশ্বকাপ হবে লিগ ভিত্তিতে। অংশগ্রহণের সুযোগ পাওয়া দলগুলো লিগ পর্বে প্রতিটি দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৪টি দল পাবে সেমিফাইনালের টিকেট। আর শেষ চারে জয়ী দুদল মুখোমুখি হবে স্বপ্নের ফাইনালে। আগামী ১৪ জুলাই লন্ডনের লর্ডস স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। বিশ^কাপে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২ জুন- প্রোটিয়াদের বিপক্ষে। ওয়ানডে বিশ্ব কাপের প্রথম আসর বসেছিল ইংল্যান্ডে। সেবার শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার বিশ^ চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। মোট ৫ বার ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে দেশটি। এ ছাড়া ভারত ও উইন্ডিজ শিরোপা জিতেছে ২ বার করে। তা ছাড়া একবার করে শিরোপা জিতেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এ নিয়ে চতুর্থবারের মতো স্বাগতিক হিসেবে ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডসহ মোট ১০টি দল অংশ নিচ্ছে। ইংল্যান্ড ছাড়া অন্য দলগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, উইন্ডিজ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাওয়া দলগুলোর ডাকনাম জেনে নেয়া যাক। বাংলাদেশ ক্রিকেট দলের ডাকনাম ‘টাইগার’। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পরিচিত ‘ব্যাগি গ্রিন’ ও ‘অজি’ নামে। মজার ব্যাপার হলো- ফুটবলে ‘থ্রি লায়ন্স’ নামে পরিচিত হলেও ক্রিকেটে ইংল্যান্ডের অফিসিয়াল কোনো ডাকনাম নেই। তবে ক্রিকেটপ্রেমীরা ইংল্যান্ড ক্রিকেট দলকে ‘পমস’ নামে ডাকে। বিশ্ব ক্রিকেটের আরেক পরাশক্তি দক্ষিণ আফ্রিকা সবার কাছে ‘প্রোটিয়া’ নামে পরিচিত। তা ছাড়া আফ্রিকা মহাদেশের দেশটির ক্রিকেট দলকে ‘সাফারিজ’ নামেও ডাকা হয়। ওয়ানডে বিশ্বকাপের প্রথম দুটি আসরের শিরোপাজয়ী ওয়েস্ট ইন্ডিজের ডাকনাম ‘ক্যারিবিয়ান’। এশিয়ার দেশ ভারতকে বলা হয় ‘ম্যান ইন ব্লু’। ১৯৯৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ডাকা হয় ‘দ্য লায়ন্স’ বা ‘সিংহলিজ’ নামে। তা ছাড়া দলটি ‘লঙ্কান’ নামেও সবার কাছে পরিচিত। এশিয়ার আরেক দেশ পাকিস্তানকে বেশ কয়েকটি ডাকনামে ডাকা হয়। এগুলো হলো- ‘ম্যান ইন গ্রিন’, ‘দ্য গং গ্রিন’ ও ‘গ্রিন আর্মি’। নিউজিল্যান্ড পরিচিত ‘দ্য ব্ল্যাক ক্যাপস’ ও ‘কিউই’ নামে। প্রসঙ্গত, কিউই হলো নিউজিল্যান্ডের জাতীয় পাখির নাম। এ ছাড়া আফগানিস্তান ক্রিকেট দল ‘আফগান’ নামেই সবার কাছে পরিচিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App