×

খেলা

বিশ্বকাপের পর গেইলের অবসর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১০ পিএম

বিশ্বকাপের পর গেইলের অবসর
অবশেষে ওয়ানডে ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন মারকুটে উইন্ডিজ ওপেনার ক্রিস গেইল। আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে হতে যাওয়া বিশ্বকাপের দ্বাদশ আসরের পরেই ওয়ানডে থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন বর্তমানে ৩৯ বছর বয়সী এ ক্রিকেটাবিশ^কাপের পর গেইলের অবসর খেলা ডেস্ক : অবশেষে ওয়ানডে ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন মারকুটে উইন্ডিজ ওপেনার ক্রিস গেইল। আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে হতে যাওয়া বিশ^কাপের দ্বাদশ আসরের পরেই ওয়ানডে থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন বর্তমানে ৩৯ বছর বয়সী এ ক্রিকেটার। এ বিষয়ে গেইল বলেন, আসন্ন বিশ^কাপের পরেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলতে চাই আমি। অনেক তো খেললাম। এবার বাইরে বসে তরুণদের খেলা দেখব। উইন্ডিজের হয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক গেইল। ১৯৯৯ সালে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হওয়া গেইল এখন পর্যন্ত ২৮৪ ম্যাচে ৯ হাজার ৭২৭ রান করেছেন। যেখানে কেবল জাতীয় দলের হয়ে তার রান ২৮১ ম্যাচে ৯ হাজার ৬৭২। ওয়ানডেতে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শের খুব কাছাকাছি আছেন গেইল। তবে ১০ হাজারি ক্লাবে নাম লেখানো নয়, গেইল ভাবছেন বিশ^কাপ জয়ের কথা। তার মতে, বিশ^কাপ জিতে বিদায় নিতে পারাটা হবে রূপকথার গল্পের মতো। দলের তরুণ ক্রিকেটারদের কাছে এটা আমার চাওয়া। আমার জন্য এটা তাদের করতে হবে এবং আমাকে ট্রফি এনে দিতে হবে। আমি নিজেও নিজের সামর্থ্যরে সবটুকু দিয়ে চেষ্টা করব।র। এ বিষয়ে গেইল বলেন, আসন্ন বিশ্বকাপের পরেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলতে চাই আমি। অনেক তো খেললাম। এবার বাইরে বসে তরুণদের খেলা দেখব। উইন্ডিজের হয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক গেইল। ১৯৯৯ সালে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হওয়া গেইল এখন পর্যন্ত ২৮৪ ম্যাচে ৯ হাজার ৭২৭ রান করেছেন। যেখানে কেবল জাতীয় দলের হয়ে তার রান ২৮১ ম্যাচে ৯ হাজার ৬৭২। ওয়ানডেতে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শের খুব কাছাকাছি আছেন গেইল। তবে ১০ হাজারি ক্লাবে নাম লেখানো নয়, গেইল ভাবছেন বিশ্বকাপ জয়ের কথা। তার মতে, বিশ^কাপ জিতে বিদায় নিতে পারাটা হবে রূপকথার গল্পের মতো। দলের তরুণ ক্রিকেটারদের কাছে এটা আমার চাওয়া। আমার জন্য এটা তাদের করতে হবে এবং আমাকে ট্রফি এনে দিতে হবে। আমি নিজেও নিজের সামর্থ্যরে সবটুকু দিয়ে চেষ্টা করব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App