×

অর্থনীতি

পাটের ব্যবহার বাড়াতে উদ্যোগ নেয়া হচ্ছে : বস্ত্র ও পাটমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০১:২১ পিএম

পাটের ব্যবহার বাড়াতে উদ্যোগ নেয়া হচ্ছে : বস্ত্র ও পাটমন্ত্রী
পাটের বহুবিধ ব্যবহার বাড়াতে জুট গুডস রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। গতকাল রাজধানীর পাট অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। গোলাম দস্তগীর গাজী বলেন, বর্তমানে আইনের ব্যবহার ও সঠিকভাবে পাট পণ্য ব্যবহার হলে তা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। পাট পণ্যকে চাহিদার শীর্ষে নিয়ে যেতে হবে। এ জন্য সবাইকে এক হয়ে পাটের সমস্যা বের করতে হবে এবং সমাধানের জন্য চেষ্টা করতে হবে। একই সঙ্গে পাটের বহুবিধ ব্যবহার বাড়ানোর জন্য একটি জুট গুডস রিসার্স এন্ড ট্রেনিং সেন্টার করা হবে। যেখানে পাটের বিভিন্ন সমস্যার সমাধান হবে এবং পাটের উন্নয়নে ক্যামিস্টরা কাজ করবেন। তিনি আরো বলেন, অন্যান্য দেশে পাটের ব্যবহার বাড়ানো হচ্ছে। সেদিক থেকে আমরা কেন পিছিয়ে থাকব। আমাদের পাশ্ববর্তী দেশ ভারত আমাদের কাছ থেকে পাট কিনে তারা পাটের ব্যবহার বাড়াচ্ছে। তাদের রিসার্চ সেন্টার আছে। আমরা রিসার্চের জন্য বাইরের দেশের ওপর নির্ভরশীল থাকব না। অন্যদিকে, বর্তমানে পাট এক্সপোর্টে আমরা এগিয়ে আছি। তবে পাটের মোড়ক ব্যবহার শতভাগ নিশ্চিত করতে আরও বেশি বেশি ভ্রাম্যমাণ আদালত তথা মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এ জন্য সব ডিসিদের কাছে বার্তা পৌঁছানোর কথা বলেন তিনি। আলোচনাসভায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান বলেন, এখন পাটের মণ আড়াই হাজার টাকা। সুতরাং পাটের দাম বেড়েছে। পাটের আবার সুদিন ফিরে আসবে। পাট ও বস্ত্রখাতে কোনো দুর্নীতি চলবে না। কর্মকর্তদের ট্রেনিং কিংবা সার বিতরণে কোনো অনিয়ম চলবে না। প্রতিটি কাজ সঠিকভাবে করতে হবে। এবার আমাদের দ্বিগুণ পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা আছে। সেই কাজটি সঠিকভাবে করতে অধিদফতরকে কাজ করতে হবে। প্রতিযোগিতার মাধ্যমেই পাটখাতে এগিয়ে নিতে হবে। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন পাট অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো শামছুল আলম, পরিচালক প্রশাসন ও অর্থ, আবদুল জলিল, পরিচালক পাট, তাহমিদা আহমেদ, সমন্বয় কর্মকর্তা, মো. সওগাতুল আলমসহ অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App