×

জাতীয়

দেশের বিচার বিভাগে উন্নয়নের ধারা শুরু হয়েছে : আনিসুল হক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৬ পিএম

দেশের বিচার বিভাগে উন্নয়নের ধারা শুরু হয়েছে : আনিসুল হক
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, দেশের বিচার বিভাগে উন্নয়নের ধারা শুরু হয়েছে। মানুষ যেন দ্রুত ন্যায় বিচার পান সেলক্ষ্যে কাজ করছে সরকার। মন্ত্রী গতকাল রাতে মৌলভীবাজার আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, বিচার ব্যবস্থায় ই-জুডিসিয়ারি পদ্ধতি চালুর লক্ষ্যে প্রায় ২৪০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। গ্রহণ করা হয়েছে অবকাঠামো প্রকল্প। এছাড়া জিপি, পিপিসহ সরকারি আইন কর্মকর্তাদের বেতন কাঠামো বৃদ্ধি করা হবে। সেটা সর্বনিম্ন ৩৫ হাজার থেকে ৫০ হাজারের ওপরে থাকবে। এছাড়া জজশীপের মামলা জট নিরসনে অতিরিক্ত জেলা জজ আদালত স্থাপন করা হবে। আইনমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান। অ্যাভোকেট রমাপদ দাশগুপ্তের সভাপতিত্বে সংসদ সদস্য নেছার আহমদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে মন্ত্রী মৌলভীবাজার আইনজীবী সমিতির ২নং বার ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App